এক্সপ্লোর
দেশের যে কোনও জায়গা থেকে ৩ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ল্যাবে পৌঁছনো যাবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া শাখার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী।

নয়াদিল্লি: এ বছরের জানুয়ারিতে ভারতে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ল্যাবরেটরি ছিল মাত্র একটি। কিন্তু গত কয়েক মাসে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৭০। দেশের যে কোনও জায়গা থেকে তিন ঘণ্টার দূরত্বে রয়েছে একটি করে ল্যাব। এমনই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া শাখার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। সেই বৈঠকে তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় ভারত তৎপর। সেই কারণেই উন্নত দেশগুলির তুলনায় জনঘনত্ব, জিডিপি-র হার কম, কম চিকিৎসক, হাসপাতালগুলিতে কম শয্যা থাকা সত্ত্বেও ভারতে প্রতি ১০ লক্ষে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কম। এর আগে জিকা, এইচ১এন১পিডিএম০৯ ইনফ্লেয়েঞ্জা, নিপা ভাইরাসের মোকাবিলায় যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেটা সরকারের স্মরণে ছিল। ফলে এবার সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামোর উন্নতির জন্য লকডাউনকে কাজে লাগানো হয়েছে। আমরা আইসোলেশন শয্যা ৩৪ গুণ এবং আইসিইউ শয্যা গুণ করে বাড়াতে পেরেছি। দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৩টিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী প্রতি ১০ লক্ষে ১৪০ জনের চেয়ে বেশি মানুষেরই করোনা পরীক্ষা করা হচ্ছে।’ হর্ষবর্ধন আরও জানিয়েছেন, দিল্লি এইমসের টেলিমেডিসিন পরিষেবার ফলে দেশে করোনায় মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে। ডিআরডিও-র সহায়তায় করোনা আক্রান্তদের জন্য ১০,০০০ শয্যার হাসপাতাল তৈরি করা সম্ভব হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















