এক্সপ্লোর
Advertisement
প্রকাশিত ইউপিএসসি-র ফল, প্রথম ২০ জনে কলকাতার ২, অভিনন্দন মমতার
এবার সফল হয়েছেন মোট ৮২৯ জন।
নয়াদিল্লি: প্রকাশিত হল ইউপিএসসি ২০১৯-এর ফল। ইউপিএসসি-র সরকারি ওয়েবসাইট upsc.gov.in-এ ফল জানা যাচ্ছে। সফল পরীক্ষার্থীদের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ও সেন্ট্রাল সার্ভিসেস ‘গ্রুপ এ’ ও ‘গ্রুপ বি’-র নিয়োগপত্র দেওয়া হবে। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের পর সফল পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ট্যুইট করে সফল হওয়া পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
এবার সফল হয়েছেন মোট ৮২৯ জন। তাঁদের মধ্যে এক নম্বরে আছে হরিয়ানার সোনেপত জেলার প্রদীপ সিংহের নাম। ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিসের আন্ডাররিটেনিং অফিসার প্রদীপ জানিয়েছেন, তিনি দেশের শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে চান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন যতীন কিশোর। তৃতীয় হয়েছেন প্রতিভা বর্মা। এরপর যথাক্রমে আছে হিমাংশু জৈন, জয়দেব সি এস, বিশাখা যাদব, গণেশ কুমার ভাস্কর, অভিষেক শরাফ, রবি জৈন ও সঞ্জিতা মহাপাত্রর নাম। ১৩ নম্বরে কলকাতার রৌনক অগ্রবাল। ২০ নম্বরে যাদবপুরের নেহা বন্দ্যোপাধ্যায়। ইউপিএসসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ফল প্রকাশিত হওয়ার পর ১৫ দিনের মধ্যে ওয়েবসাইটে পরীক্ষার্থীদের নম্বর জানা যাবে।AIR 26 UPSC CSE 2019 pic.twitter.com/AF2aKboNfQ
— Pradeep Singh (@_pradeepsingh_) August 4, 2020
Congratulations to all successful candidates of the UPSC Civil Services Exam 2019. May you have a bright future in serving the people of our great nation. Those who didn’t qualify, try harder. With determination, you shall succeed.
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2020
Congratulate all the successful candidates from #Odisha who have cleared #UPSC examination. May they work with dedication to take welfare initiatives to grassroots bringing visible changes in people’s lives. Wish them bright careers.
— Naveen Patnaik (@Naveen_Odisha) August 4, 2020
Congratulations to all successful candidates of Civil Services Exam, 2019 declared by #UPSC. Welcome to the Civil Services Family and getting to realise your dreams and aspirations for a better and stronger India.
— IAS Association (@IASassociation) August 4, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement