Indian-Pakistani Marriage Ceremony: ভিডিও কলে মুখোমুখি বরযাত্রী-কনেযাত্রী, পাকিস্তানি কন্যার সঙ্গে বিয়ে সারলেন BJP নেতার ছেলে
Online Marriage: উত্তরপ্রদেশে বিজেপি-র কর্পোরেটর তাহসিন শাহিদ। তাঁর বড় ছেলে মহম্মদ আব্বাস হায়দরের বিয়ের আয়োজন হয় সম্প্রতি।
জৌনপুর: সীমান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কাঁটাতারের বেড়া বাধা হল না বিবাহে। পাকিস্তানের কন্যার সঙ্গে বিয়ে সারলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতার ছেলে। অনলাইন মাধ্যমে 'নিকাহ্' সারলেন তাঁরা। পড়শি দেশের কন্যার সঙ্গে রাজনীতিকের ছেলের এমন বিয়ে নজর কেড়েছে সকলের। কখন, কোথায়, কী করে বিয়ে সম্পন্ন হল, জানতে আগ্রহ প্রকাশ করেছেন নেটিজেনরা। (Indian-Pakistani Marriage Ceremony)
উত্তরপ্রদেশে বিজেপি-র কর্পোরেটর তাহসিন শাহিদ। তাঁর বড় ছেলে মহম্মদ আব্বাস হায়দরের বিয়ের আয়োজন হয় সম্প্রতি। পাত্রীর নাম অন্দলীব জাহরা। তিনি পাকিস্তানের লাহৌরের বাসিন্দা। ভিসার জন্য আগেই আবেদন করেছিলেন আব্বাস। কিন্তু দুই দেশের মধ্যে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে, তার দরুণ ভিসা পেতে ব্যর্থ হন তিনি। (Online Marriage)
এরই মধ্যে অন্দলীবের মা, রানা ইয়াসমিন জইদি অসুস্থ হয়ে পড়েন। লাহৌরের হাসপাতালে ICU-তে রয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে মেয়ের বিয়ে দেখার ইচ্ছে প্রকাশ করেন তিনি। পরিবারের তরফে সেই মতো চিন্তাভাবনা শুরু হয়। শেষ পর্যন্ত ঠিক হয়, অনলাইন মাধ্যমে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হতে পারে।
*BJP leader's son got married to a Pakistani girl online*
— Mohd (@Mohd05123300) October 19, 2024
In Jaunpur, BJP councillor Tahseen Shahid's son Abbas Haider got married to Syeda Andlib Zehra from Lahore, Pakistan via video call. 📽️➡️ pic.twitter.com/seT13BkFNM
সেই মতোই শুক্রবার রাতে বিয়ের আয়োজন হয়। 'বরযাত্রী' নিয়ে ইমামবড়ায় হাজির হন আব্বাস। তাঁর পরিবারের লোকজন, আত্মীয়স্বজনরাও সেখানে পৌঁছন একে একে। অন্য দিতে লাহৌর থেকে অনলাইন 'নিকাহ্'র অনুষ্ঠানে যোগ দেন কন্যার পক্ষের লোকজন। তাঁদের 'নিকাহ্' অনুষ্ঠানের ভিডিও-ও সামনে এসেছে। ভিডিও-তে কন্যাপক্ষের লোকজনের সঙ্গে আলাপচারিতাও সারতে দেখা গিয়েছে আব্বাসকে। এপার থেকেও খোঁঁজ-খবর নিতে দেখা যায় সকলকে।
শিয়া মুসলিমদের ধর্মগুরু মৌলানা মাহফাজুল হাসান খান জানিয়েছেন, ইসলামে মেয়েদের সম্মতি অত্যন্ত প্রয়োজনীয়। মৌলানাকে নিজের সম্মতি, আপ্ততির কথা জানান তিনি। তাই দুই তরফে মৌলানা উপস্থিত থাকলে, অনলাইন 'নিকাহ্' সম্ভব। শীঘ্রই অন্দলীব ভারতের ভিসা পেতে সফল হবেন বলে আশাবাদী আব্বাস। শুক্রবার তাঁর বিয়েতে হাজির ছিলেন বিজেপি-র বিধান পরিষদীয় সদস্য ব্রিজেশ সিংহ প্রিশু। বরপক্ষকে অভিনন্দন জানিয়েছেন তিনি। অতিথিদের তালিকা ছিলেন আরও বিশিষ্ট জনেরা।