(Source: ECI/ABP News/ABP Majha)
CBSE Class 12 Exams 2021: সিবিএসই দ্বাদশের পরীক্ষা হতে পারে জুনের শেষ সপ্তাহ
করোনাকালে বোর্ডের পরীক্ষা আয়োজন ঘিরে সংশয় ঘিরে এবার সূত্রের খবর, সিবিএসই দ্বাদশের পরীক্ষা হবে।
নয়াদিল্লি: করোনাকালে বোর্ডের পরীক্ষা আয়োজন ঘিরে সংশয় ঘিরে এবার সূত্রের খবর, সিবিএসই দ্বাদশের পরীক্ষা হবে। দিল্লি ছাড়া বাকি সমস্ত রাজ্য দ্বাদশের পরীক্ষার জন্য প্রস্তুত। সূত্রের খবর, হোম সেন্টারেই পরীক্ষা হবে। পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত ই-পেপার সেন্টারে পাঠানো হবে। সিবিএসই জানিয়েছে, জুনের শেষ সপ্তাহে পরীক্ষার আয়োজন করা হতে পারে।
উল্লেখ্য, দ্বাদশের পরীক্ষা নিয়ে রাজনাথ সিংহর নেতৃত্বে কেন্দ্রের উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। সূত্রের খবর, দ্বাদশের পরীক্ষা অবজেক্টিভ টাইপ পেপারের মাধ্যমে হবে। বৈঠকের পর মনে করা হচ্ছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা হতে পারে।
দ্বাদশের বোর্ড এবং একাধিক প্রবেশিকার ভবিষ্যৎ নিয়ে বৈঠক হয়। সূত্রের খবর, পরীক্ষা চায় সব রাজ্য।দুদিনের মধ্যে রাজ্যগুলি লিখিত মতামত জানাবে কেন্দ্রকে। ৩০ মে পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র।
করোনাভাইরাসজনিত পরিস্থিতির মধ্যে পরীক্ষার আয়োজন সংক্রান্ত ব্যাপারে আলোচনা করতে এই বৈঠকের আয়োজন হয়েছিল। কেন্দ্র ও রাজ্যগুলি যৌথ বৈঠকে পরীক্ষা আয়োজনের সমস্ত দিকগুলি নিয়ে আলোচনা হয়েছে। এরপর ঠিক হয়েছে যে, পরীক্ষা হবে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর সভাপতিত্বে এই বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, প্রকাশ জাভড়েকর ও বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব সহ পদস্থ আধিকারিকরা।
পরীক্ষার আয়োজন নিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া বলেছেন, টিকা করণের আগে দ্বাদশের পরীক্ষার আয়োজন ঠিক হবে না। তিনি বলেছেন, দ্বাদশের পড়ুয়াদের টিকা করণ নিয়ে ফাইজারের সঙ্গে কথা বলা উচিত কেন্দ্রের।
সিসোদিয়া বলেন, দ্বাদশের ৯৫ শতাংশ পরীক্ষার্থীর বয়স সাড়ে সতেরো বছর। কেন্দ্রের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা উচিত যে, ওই পড়ুয়াদের কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের টিকা দেওয়া যায় কিনা।
উল্লেখ্য, করোনার কারণে সমস্ত রাজ্যেরই বোর্ডের পরীক্ষা, সিবিএসই, আইসিএসই-র দ্বাদশের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে এনটিএ সহ সমস্ত জাতীয় পরীক্ষার আয়োজনকারী অন্যান্য সংস্থাগুলি বিভিন্ন পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রেখেছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI