Char Dham Yatra 2023: শুরু হচ্ছে চারধাম যাত্রা, পুণ্যার্থীদের জন্য গাইডলাইন প্রকাশ প্রশাসনের
Char Dham Yatra: উত্তরাখণ্ডের (Uttarakhand) চারধাম (Chardham) তীর্থ হিন্দু ধর্মাবলম্বীরা অন্যতম পবিত্র তীর্থ বলে মনে করে। চারটি স্থান নিয়ে হয় এই চারধাম যাত্রা।
নয়াদিল্লি: রাত পোহালেই শুরু চারধাম যাত্রা। আগামীকাল, ২২ এপ্রিল যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধামের মন্দির খুলছে। ২৫ এপ্রিল খুলছে কেদারনাথ ধাম। ২৭ এপ্রিল বদ্রীনাথ ধাম খুলছে। উত্তরাখণ্ডের (Uttarakhand) চারধাম (Chardham) তীর্থ হিন্দু ধর্মাবলম্বীরা অন্যতম পবিত্র তীর্থ বলে মনে করে। চারটি স্থান নিয়ে হয় এই চারধাম যাত্রা। বদ্রীনাথ (Badrinath), কেদারনাথ (Kedarnath), গঙ্গোত্রী এবং যমুনোত্রী।
রাত পোহালেই শুরু চারধাম যাত্রা: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, রাজ্য প্রশাসনের তরফে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে চারধাম যাত্রা। দর্শনার্থীরা সব ধরনের সুবিধা পাবেন বলেই জানানো হয়েছে। এএনআই সূত্রে খবর, পুষ্কর সিংহ ধামি বলেছেন, 'চার ধাম যাত্রার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। ১২ লক্ষের উপর ব্যক্তি এই যাত্রার জন্য নাম নথিভুক্তি করিয়েছেন। এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে সকলের যাত্রাই ভাল হয়।' চামোলির জেলাশাসক জানিয়েছেন, সব সংশ্লিষ্ট দফতরকে যাত্রা শুরুর আগেই যাবতীয় কাজ সেরে রাখতে বলা হয়েছে। বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির প্রেসিডেন্ট অজেন্দ্র অজয় সম্প্রতি বদ্রীনাথ মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে যাবতীয় প্রস্ততি সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শীতকালে খারাপ আবহাওয়ার জন্য বন্ধ থাকে চারধাম। প্রতিবছরই গরমকালে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। সূত্রের খবর, ২৫ এপ্রিল সকাল ৬টা ২০ নাগাদ খুলবে কেদারনাথ মন্দির।
চারধাম যাত্রার জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে,
- পার্বত্য এলাকায় আবহাওয়ার সঙ্গে শরীরের খাপ খাওয়ানোর জন্য অন্তত ৭ দিন থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুণ্যার্থীদের।
- ছাতা, রেনকোট, গরম জামাকাপড়, খাবারের ব্যবস্থা রাখতে হবে।
- পাঁচ-দশ মিনিটের জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন এবং প্রতিদিন প্রায় আধা ঘণ্টা হাঁটুন।
- চার ধাম যাত্রার আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিন।
- কোনও কারণে স্বাস্থ্যের অবনতি হলে ১০৪ হেল্পলাইন নম্বরে ফোন করুন।
- চার ধাম যাত্রা চলাকালীন করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্র্যাট।
চারধাম যাত্রার জন্য নতুন ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে এসেছে উত্তরাখণ্ড সরকার। তিনটি বিষয় রয়েছে এতে, এই পদ্ধতিতে চারধাম যাত্রীদের পরিচয়পত্র ও নথি, একটি কিউআর কোড এবং একটি রিস্ট ব্যান্ড থাকবে। নথিপত্র পরীক্ষার জন্য দীর্ঘক্ষণ ধরে দর্শনার্থীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এএনআই সূত্রে খবর, রিস্ট ব্য়ান্ড, নথি-সহ করানো রেজিস্ট্রেশনের কাগজ গ্রহণযোগ্য। একজন দর্শনার্থীর রেজিস্ট্রেশন ঠিক রয়েছে কিনা তা দেখার জন্য মোবাইলে কিউআর কোড স্ক্যান করা যাবে।
আরও পড়ুন: Delhi Firing: দিল্লিতে কোর্ট চত্বরে পরপর গুলি! জখম সাক্ষী