LIVE UPDATES: লকডাউনে কৃষকদের অ্যাকাউন্টে ১৮ হাজার ৭০০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে, জানাল কেন্দ্র
দেশের আর্থিক বৃদ্ধি যাতে লকডাউনের গুঁতোয় পুরোপুরি মুখ থুবড়ে না পড়ে সে দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। এরপর নির্মলা সীতারামন সাংবাদিক বৈঠক করে জানান, কোন কোন খাতে ওই প্যাকেজের কত বরাদ্দ হবে।
LIVE
Background
নয়াদিল্লি: আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০ লক্ষ কোটি টাকার করোনা প্যাকেজের চূড়ান্ত কিস্তির কোথায় কত বরাদ্দ হবে তা ঘোষণা করবেন। গতকাল সীতারামন ব্যাখ্যা করেন প্যাকেজের দ্বিতীয় কিস্তির খুঁটিনাটি, বলেন, এর ফলে পরিযায়ী শ্রমিক, ছোট চাষী, রাস্তার হকার ও ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন। ২ মাসের জন্য সব পরিযায়ী শ্রমিককে বিনা মূল্যে রেশন দেওয়ারও ঘোষণা করা হয়।
দেশের আর্থিক বৃদ্ধি যাতে লকডাউনের গুঁতোয় পুরোপুরি মুখ থুবড়ে না পড়ে সে দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। এরপর নির্মলা সীতারামন সাংবাদিক বৈঠক করে জানান, কোন কোন খাতে ওই প্যাকেজের কত বরাদ্দ হবে। তিনি ইতিমধ্যেই বলেছেন, যাঁদের রেশন কার্ড নেই তাঁদেরও সরকার ২ মাসের জন্য জনপিছু ৫ কেজি চাল বা গম দেবে আর দেবে পরিবার পিছু ১ কেজি করে ডাল। এছাড়া ঘোষণা করেছেন এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের কথা, যা গণবণ্টন ব্যবস্থায় যে কোনও জায়গায় আটকে পড়া পরিযায়ী শ্রমিককে দেশের যে কোনও রেশন দোকান থেকে তাঁর প্রাপ্য রেশন তুলতে সাহায্য করবে। কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডে ২ লক্ষ কোটি সহজে ঋণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি মে-জুন মাসের রবি ও খারিফ শস্যের জন্য নাবার্ড ৩০,০০০ কোটি টাকার অতিরিক্ত অর্থ ভাণ্ডার প্রস্তুত রেখেছে, গ্রামীণ সমবায় ব্যাঙ্ক ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমে এই টাকা প্রয়োজনে বরাদ্দ করা হবে।
প্রথম সাংবাদিক বৈঠকে নির্মলা বলেছিলেন, টিডিএস/টিসিএসে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
“Operation Greens to be extended from Tomatoes, Onions and Potatoes (TOP) to all fruits and vegetables (TOTAL): Finance Minister Nirmala Sitharaman”