First Quad Summit Meet: শুক্রবার 'কোয়াড' গোষ্ঠীর প্রথম শীর্ষ সম্মেলন, ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের বাড়বাড়ন্ত রোখার উদ্দেশ্যই তৈরি করা হয়েছে এই কোয়াড গোষ্ঠী। এই গোষ্ঠীর চার সদস্যই চিনের আগ্রাসী মনোভাবের তীব্র পরিপন্থী।
নয়াদিল্লি: শুক্রবার হতে চলেছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত 'কোয়াড' গোষ্ঠীর প্রথম শীর্ষ সম্মেলন। করোনাকালে, ভার্চুয়াল মাধ্যমে হতে চলেছে এই বিশেষ সম্মেলন।
এই সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, অংশ নেবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার, বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, পারস্পরিক স্বার্থ জড়িত এমন আঞ্চলিক ও বিশ্বব্যাপী কিছু ইস্যু নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, মুক্ত, অবাধ ও অন্তর্ভুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল বজায় রাখতে পারস্পরিক সমন্বয় ও মতামত বিনিময়ের ওপরও জোর দেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সম্মেলনের ফলে বর্তমানে সম্মুখীন হওয়া চ্যালেঞ্জের সমাধান খোঁজার চেষ্টা চালানো হবে। এই তালিকায় রয়েছে -- জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে জটিল প্রযুক্তি, পণ্য সরবরাহ ও সামুদ্রিক সুরক্ষা ইত্যাদি।
প্রসঙ্গত, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের বাড়বাড়ন্ত রোখার উদ্দেশ্যই তৈরি করা হয়েছে এই কোয়াড গোষ্ঠী। চার দেশই চিনের আগ্রাসী নীতির চরম বিরোধী। বিশেষ করে, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে সমুদ্র দখল সংক্রান্ত বিবাদ ও সংঘাত চলছে।
বিশেষজ্ঞদের মতে, ভারত মহাসাগর অঞ্চলে চিনের ক্রমবর্ধমান উপস্থিতির মোকাবিলার স্বার্থেই এই চারদেশ একত্রিত হয়েছে। প্রয়োজনের সময় চিনের বিরুদ্ধে সমন্বয়পূর্ণ মোকাবিলা করতে যাতে কোনওপ্রকার অসুবিধে না হয়, সেটা হাসিল করাই এই মহড়ার অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
বহু বছর পর এই জোটের চার সদস্য দেশ সকলে একত্রিত হয়েছে। চার দেশই চিনের আগ্রাসী নীতির চরম বিরোধী। বিশেষ করে, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে সমুদ্র দখল সংক্রান্ত বিবাদ ও সংঘাত চলছে।