Rupee vs Dollar: ডলার প্রতি টাকার দাম নেমে ৮০-তে, বেনজির রেকর্ড, সর্বকালীন পতন ভারতীয় মুদ্রার
Rupee All Time Low: মঙ্গলবার বাজার খোলার পরই ডলার প্রতি টাকার দাম নেমে গিয়ে ৮০-তে ঠেকল।
নয়াদিল্লি: আশঙ্কা মাথাচাড়া দিচ্ছিল বেশ কিছু দিন ধরেই। তাকে সত্য প্রমাণিত করে টাকার দামে রেকর্ড পতন ঘটল (Indian Rupee Falls)। মঙ্গলবার বাজার খোলার পরই ডলার প্রতি টাকার দাম নেমে গিয়ে ৮০-তে ঠেকল।
নয় নয় করে ৮০-তে গিয়ে ঠেকল টাকা
মঙ্গলবার বাজার খোলার সময় ভারতীয় মুদ্রার দাম ৭৯.৯৯ টাকা ছিল। এর পর, সকাল ৯টা বজে ১০ মিনিটে ভারতীয় নামতে নামতে ৮০.০৫ টাকায় গিয়ে ঠেকে। শেষ রেকর্ড অনুযায়ী দাম ছিল ৮০.০২ টাকায় (Rupee All Time Low)।
সোমবার মধ্যরাতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশ বেড়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগত ভাবে অনুরোধ জানানো সত্ত্বেও, তেলের জোগান বাড়াতে রাজি হয়নি সৌদি আরব। তার পরই এ দিন সকালে টাকার দামে আরও পতন ঘটে।
Rupee at a record all time-low, hits 80 against US dollar today pic.twitter.com/S3OAvSEePO
— ANI (@ANI) July 19, 2022
আরও পড়ুন: SBI FD Rates: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক, জেনে নিন নতুন রেট
আগামী ২৬ এবং ২৭ জুলাই বাজারের হাল হকিকত নিয়ে বৈঠকে বসছে আমেরিকার ফেডারেল রিজার্ভ। এই মুহূর্তে সেদিকে তাকিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও। তারা সুদের হার বাডা়োনর চিন্তা-ভাবনা করছে বলে জানা গিয়েছে। মুদ্রাস্ফীতির জাঁতাকটে আটকে থাকা অর্থনীতিতে তার কী প্রভাব পড়তে চলেছে, সেদিকে তাকিয়ে বিনিয়োগকারীরাও।
এই নিয়ে পর পর সাতবার রেকর্ড পতন ঘটল টাকার। সোমবারও কিছু ক্ষণের জন্য ৮০-তে নেমে গিয়েছিল টাকার দাম। কিন্তু বাজার বন্ধের আগে ফের উঠে আসে, ৭৮.৯৮ টাকায়। কিন্তু এ দিন বাজার খোলার সঙ্গে সঙ্গেই রেকর্ড পতন ঘটল।
লাগাতার পতনে অশনি সঙ্কেত দেখছেন অর্থনীতিবিদরা
চলতি বছরেই শুধুমাত্র টাকার দামে ৭ শতাংশ পতন ঘটেছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা ভারত-বিমুখ হতে শুরু করেছে। এ বছরই এখনও পর্যন্ত ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা ২ হাজার ৯০০ কোটি ডলার তুলে নিয়েছেন বলে জানা গিয়েছে।