WB Police on Mother's Day : "মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ?", মাতৃ দিবসে বিশেষ উদ্যোগ পশ্চিমবঙ্গ পুলিশের
West Bengal Police takes Initiative : বিশেষ এই দিনটিতে মা ও সন্তানদের মধ্যে এবার যোগাযোগের মাধ্যম হিসেবে এগিয়ে এল পশ্চিমবঙ্গ পুলিশ
কলকাতা : আজ মাতৃ দিবস (Mother's Day)। সন্তানদের জীবনে মায়ের ভূমিকা অপরিসীম। যা সম্ভবত শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব নয়। বিশেষ এই দিনটিতে মা ও সন্তানদের মধ্যে এবার যোগাযোগের মাধ্যম হিসেবে এগিয়ে এল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। এই মর্মে ফেসবুক পোস্ট করা হয়েছে তাদের তরফে।
ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ লিখেছে, মাতৃ দিবস উপলক্ষে আপনার মাকে শুভেচ্ছা জানাতে চান, কিন্তু তিনি আপনার সাথে নেই বা যোগাযোগ করতে পারছেন না ? আমরা সাহায্য করার চেষ্টা করতে পারি। যদি তিনি পশ্চিমবঙ্গ পুলিশ এলাকার অধীনে থাকেন, তবে তাঁর যোগাযোগের বিশদ আমাদের ইনবক্সে জানান। আপনার ভালবাসা এবং শুভেচ্ছা, ওনার কাছে পৌঁছে দেব আমরা। তিনি নিরাপত্তার উৎস এবং প্রতীক ! আমরা ওনার কাছেও ঋণী।
আরও পড়ুন ; তুমিই আমার সুপারহিরো, মাদার্স ডে-তে মা-কে যে কথাগুলো বলতে পারেন
সুখে, দুঃখে, যে কোনও পরিস্থিতিতে যে মানুষটা সবসময় নিজের কথা না ভেবে সন্তানের কথা ভাবেন, তিনি মা। অসুস্থতার সময়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া থেকে কঠিন পরিস্থিতিতে নিজের কোল বাড়িয়ে দেওয়া মাথা রাখার জন্য, সেই মানুষটা মা। সন্তানদের জন্য সবথেকে বেশি আত্মত্যাগ করা মানুষটা মা। আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাতৃ দিবস।
সারা বছর তো মা সন্তানদের জন্য কত কিই না করেন। এই একটা দিন সন্তানরা না হয় মায়ের জন্য কিছু করল। মায়ের মুখে হাসি ফোটানোর জন্য দামি কোনও উপহারের দরকার হয় না। একবার জড়িয়ে ধরলেই তারা খুশি। তবে, এই বিশেষ দিনে মায়ের উদ্দেশে যে কথাগুলো বলতে পারেন, রইল তার কিছু উদাহরণ। যদি মায়ের সঙ্গে মনোমালিন্যও চলে, তাহলে এই দিনটাই সমস্ত সমস্যা মিটিয়ে নেওয়ার। অনেকদিন ধরে হয়তো মাকে কিছু বলতে চাইছেন, তা বলার জন্য মাদার্স ডে-র থেকে ভালো দিন হয়তো আর নেই।