Mahakumbh Stampede Viral Video: 'আগে স্নান সারলে মিলবে অমৃত', মাইকে ঘোষণা আধিকারিকের, তাতেই কি বিপর্যয় মহাকুম্ভে?
Mahakumbh Stampede: মৌনী অমাবস্যা উপলক্ষে বুধবার মহাকুম্ভে ‘অমৃত স্নান’ চলছে।
![Mahakumbh Stampede Viral Video: 'আগে স্নান সারলে মিলবে অমৃত', মাইকে ঘোষণা আধিকারিকের, তাতেই কি বিপর্যয় মহাকুম্ভে? Mahakumbh Stampede Viral Video Apparently shows Prayagraj Divisional Commissioner asking devotees to take bath as early as possible to get Amrit Mahakumbh Stampede Viral Video: 'আগে স্নান সারলে মিলবে অমৃত', মাইকে ঘোষণা আধিকারিকের, তাতেই কি বিপর্যয় মহাকুম্ভে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/2a4f581f7c818beaff2c55d8aced76631738139307126338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রয়াগরাজ: ভোররাতে মহাকুম্ভে মহাবিপর্যয় নেমে এল। ভিড়ে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলিতে পদপিষ্ট হয়েছেন বহু মানুষ। কমপক্ষে ১৫ জন মারা গিয়েছেন বলে শোনা যাচ্ছে। আহতের সংখ্যা ১০০-র কাছাকাছি। গোটা ঘটনায় রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। আর সেই আবহেই একটি ভিডিও সামনে এসেছে, যাতে পুণ্যার্থীদের তড়িঘড়ি ‘অমৃত স্নান’ সেরে নিতে উদ্বুদ্ধ করতে শোনা গিয়েছে তাঁকে। হাতে মাইক নিয়ে সকলকে স্নান সেরে নিতে আর্জি জানানো ওই ব্যক্তি প্রয়াগরাজের ডিভিশনাল কমিশনার বলে জানা গিয়েছে। (Mahakumbh Stampede Viral Video)
মৌনী অমাবস্যা উপলক্ষে বুধবার মহাকুম্ভে ‘অমৃত স্নান’ চলছে। সেই উপলক্ষে গভীর রাত থেকেই ত্রিবেণী সঙ্গম ঘাটে ভিড় জনিয়েছিলেন পুণ্যার্থীরা। ‘অমৃত স্নান’ নিয়ে সামনের হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে পড়ে। আর তাতেই ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি শুরু হয়। এর ফলে বহু মানুষ পদপিষ্ট হন। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর মিলছে। আহতের সংখ্যা শতাধিক। তবে রাজ্য সরকারের তরফে সঠিক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি এখনও পর্যন্ত। কোটি কোটি মানুষ ‘অমৃত স্নানে’ অংশ নেবেন বলে আগেই অনুমান করা গিয়েছিল। তার পরও এমন ঘটনা ঘটল কী করে, কেন পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, উঠছে প্রশ্ন। (Mahakumbh Stampede)
আর এই পরিস্থিতিতেই একটি ভিডিও সামনে এসেছে। ভিডিও-তে মাইক হাতে এক ব্যক্তিকে পুণ্যার্থীদের উদ্দেশে ঘোষনা করে শোনা যায়। তাঁকে বলতে শোনা যায়, “সব পুণ্যার্থী শুনুন। শুয়ে থেকে লাভ নেই। শুয়ে থাকলে হারিয়ে যাবেন। উঠুন উঠুন। স্নান করুন। আপনাদের নিরাপত্তার জন্যই বলছি। আরও লোক এসে গেলে ধাক্কাধাক্কি হবে। আপনারা প্রথমে এসেছেন, সবার আগে অমৃত পাওয়ার কথা আপনাদেরই। উঠুন, আর শুয়ে থাকবেন না।”
এবিপি আনন্দ ভিডিওটির সত্যতা যাচাই করেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রয়াগরাজের ডিভিশনাল কমিশনার। ঘোষণার সময় তাঁর পিছনে পুলিশ এবং কনস্টেবলদেরও দেখা গিয়েছে। তাঁর ওই ঘোষণার পরই দলে দলে মানুষজন সঙ্গন ঘাটে ভিড় জমান বলে অভিযোগ উঠছে। এ নিয়ে উত্তরপ্রদেশ সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত। তবে কাদের গাফিলতিতে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তবে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় একাধিক অভিযোগ সামনে এসেছে। পুণ্যার্থীদের একাংশের দাবি, ভিড়ের মধ্যে কিছু বোঝা যাচ্ছিল না। পথ দেখানোর জন্য কেউ ছিলেনও না সেখানে। মালপত্র মাথায় নিয়েও অনেকে স্নানের জন্য ভিড় জমান। আবার যাঁরা স্নান সেরে উঠে আসছিলেন, তাঁরাও বুঝতে পারছিলেন না কোন দিকে যাওয়া উচিত। সবমিলিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। তার পরই শুরু হয় হুড়োহুড়ি। যাঁরা মাটিতে পড়ে যান, তাঁদের মাড়িয়েই ছুটে যায় ভিড়। এতে বহু মানুষ আহত হন। রক্তারক্তি কাণ্ড ঘটে। অনেকে আহতও হন। মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরাও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)