New Parliament Water Leakage: ১২০০ কোটির নয়া সংসদ ভবনে ছাদ চুঁইয়ে জল! লবিতে বসল বালতি
Delhi Rain: কংগ্রেস সাংসদের পোস্ট ভাইরাল। বছর ঘুরতেই কেন এমন অবস্থা? উঠছে প্রশ্ন
কলকাতা: হাজার হাজার কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন, সেন্ট্রাল ভিস্তা। আর সেখানেই দেখা গেল ছাদ চুঁইয়ে জল পড়তে। দিল্লিতে এখন অতিভারী বৃষ্টি হচ্ছে। ৩১ জুলাইয়ের ভারী বর্ষণে বেহাল রাজধানী। তারপরেই নতুন সংসদ ভবনে দেখা গেল এমন দৃশ্য। সংসদের লবিতে রাখা বালতি, ছাদ চুঁইয়ে পড়া জল ধরতে ব্যবহার করা হচ্ছে সেটি। সেই ভিডিও X হ্যান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর। পোস্টে ওই ভিডিও দিয়ে তার সঙ্গে NEET প্রসঙ্গ টেনে জুড়ে দিয়েছেন কটাক্ষ- লিখেছেন, 'বাইরে পেপার লিকেজ, ভিতরে ওয়াটার লিকেজ।' তাঁর আরও অভিযোগ, সংসদের যে লবি রাষ্ট্রপতি ব্যবহার করেন সেখানে এমন জল চুঁইয়ে পড়ার ঘটনা সংসদ ভবনের মান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই বিষয়টি তুলে ধরে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনার জন্য নোটিশ দিয়েছেন তিনি। তামিলনাড়ুর সাংসদ মণিকম ঠাকুর লোকসভা কংগ্রেসের হুইপ। তাঁর দাবি, সংসদ ভবনের এই অবস্থায় সব দলের সাংসদদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা উচিত যেটি এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করবে।
Paper leakage outside,
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 1, 2024
water leakage inside. The recent water leakage in the Parliament lobby used by the President highlights urgent weather resilience issues in the new building, just a year after completion.
Moving Adjournment motion on this issue in Loksabha. #Parliament pic.twitter.com/kNFJ9Ld21d
মুলতুবি প্রস্তাবের নোটিশে কংগ্রেস সাংসদ দাবি করেছেন, ওই কমিটি এই চুঁইয়ে পড়া বা লিকেজের কারণ খুঁজে দেখবে। সংসদ ভবনের ডিজাইন, নির্মাণসামগ্রীর মান খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দেবে। তদন্তে যা উঠে আসবে সেটা সাধারণ মানুষের সামনে রাখার প্রস্তাবও দিয়েছেন তিনি। দিল্লিতে প্রবল বৃষ্টির কারণে সংসদ ভবনের বাইরেও জল জমে যাওয়ার ঘটনা ঘটেছিল বুধবার।
Massive waterlogging in the new Parliament building built by the Modi government at a cost of over ₹1,250 cr ! This is a huge fraud committed with taxpayers' money.
— Nagpur Congress Sevadal (@SevadalNGP) August 1, 2024
The Parliament formed by those who demand an accounting of 70 years could not even withstand a few hours of rain! pic.twitter.com/caGMcCgZAx
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সিগন্যাল প্যানেলে বিপত্তি, শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল