১২ দিন পর কাটল জল, সরকারি আশ্বাসে অবস্থান তুলে নিলেন এসএসকেএমের বিক্ষোভরত নার্সরা
৪ মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি নার্সেস ইউনিটির।
সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও রুমা পাল, কলকাতা: ১২ দিন পর কাটল জল। সরকারি আশ্বাসে অবস্থান তুলে নিলেন এসএসকেএমের বিক্ষোভরত নার্সরা। চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পরই সুর নরম। ৪ মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি নার্সেস ইউনিটির।
রাজ্য সরকারি চাকরিতে সম পদে সমান বেতন দিতে হবে। এই দাবিতে অবস্থান চলছিল ১২ দিন ধরে। নার্সদের দাবি ছিল রাজ্য সরকারি কর্মচারিদের মধ্যে যাঁরা একই পদে রয়েছেন তাঁদের মধ্যে থেকে সংশ্লিষ্ট নার্সদের বেতন তুলনায় কম। শেষমেশ রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে কাটল জট। গত ২৬ জুলাই থেকে আন্দোলন শুরু করে এসএসকেএমে কর্মরত নার্সদের একাংশ। বাঙ্গুর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেস-এর সামনে শুরু হয় অবস্থান বিক্ষোভ। শুক্রবার, মিছিলে নামার কথা ছিল এসএসকেএমে সরকারি নার্সদের একাংশের। তার আগে, সকালেই আন্দোলনকারীদের ফোন করেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর স্বাস্থ্য অধিকর্তার উপস্থিতিতে আন্দোলনকারীদের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
নার্সরা হুঁশিয়ারি দিয়েছিলেন সরকার দাবি না মানলে তাঁরা মহা মিথিল করবেন। কিন্তু সরকারের হস্তক্ষেপে আপাতত আন্দোলন প্রত্যাহার করেন তাঁরা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, যাঁরা বিক্ষোভ করছিলেন সেই প্রতিনিধিদের সঙ্গে কথা, বেতন কাঠামোর কথা বলছেন, সেই প্রস্তাব পে কমিশনে পাঠানো আছে। পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা। ৪ মাস দেখবেন বলেছেন। বিষয়টা মুখ্যমন্ত্রীর নজরে আছে। চন্দ্রিমা জানান, ইতিমধ্যেই ফাইল পে কমিশনে পাঠানো হয়েছে। ৪ মাস সময় লাগবে। এরপরই আশ্বস্ত হয়ে অবস্থান তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন নার্সরা।
নার্সেস ইউনিটি সম্পাদক, ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, আলোচনা হয়েছিল, বৈঠকে ডাকেন, সরকারকে ধন্যবাদ, সরকারের সদর্থক ভাবনা, ফাইল পে কমিশনে আছে। কিছুটা সময় চাইল দিলাম, নাহলে আবার আন্দোলনে যাব। আপাতত হাসপাতালে স্বস্তির ছবি ফিরলেও, ৪ মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে,ফের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।