Durgapur Airport: দুর্গাপুর বিমানবন্দর উত্তরাখণ্ডে! কেন্দ্রীয় মন্ত্রকের ট্যুইটকে রিট্যুইট করে বিজেপিকে খোঁচা তৃণমূলের
TMC attacks BJP over tweet: তৃণমূল কংগ্রেস বলেছে, ‘আমাদের উন্নয়নকে দেখানো ছাড়া বিজেপির কিছুই নেই।‘মা ফ্লাইওভারের পর এবার কাজী নজরুল ইসলাম (দুর্গাপুর) বিমানবন্দর।
কলকাতা: দুর্গাপুর বিমানবন্দর উত্তরাখণ্ডে! কলকাতার মা উড়ালপুলকে উত্তরপ্রদেশ সরকারের কৃতিত্ব হিসেবে সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন নিয়ে শোরগোলের পর এবার একই ধরনের ভুলের পুণরাবৃত্তি ঘটল। এবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটে দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের পাশে উত্তরাখণ্ড লেখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওই ট্যুইট রিট্যুইট করে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটকে রিট্যুইট করে বিজেপিকে খোঁচা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে, ‘আমাদের উন্নয়নকে দেখানো ছাড়া বিজেপির কিছুই নেই।মা ফ্লাইওভারের পর এবার কাজী নজরুল ইসলাম (দুর্গাপুর) বিমানবন্দর। কীভাবে প্রকৃত উন্নয়ন করতে হয়, তার শিক্ষা দিতে পেরে আমরা খুশি।’
এই মুহূর্তে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটার হ্যান্ডলে নেই ট্যুইটটি।
এ ব্যাপারে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ওরা এমনই করে। যেমন বিজেপি নেতা অমিত মালব্য বাংলাদেশের ঘটনা এখানকার বলে চালিয়ে দেন। ওদের কিছু দেখানোর নেই। তাই আমাদের তৈরি জিনিসগুলি দেখাতে হচ্ছে। আমরা সৃষ্টি করব ওরা দেখিয়ে যাক।
অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, অফিসারররা হয়ত ভুল করেছেন। দেখতে হবে কীভাবে ভুল হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে উত্তরপ্রদেশে যোগী সরকারের উন্নয়ন-বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। এই নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ট্যুইট করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের ছবি চুরি করে নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে যোগী আদিত্যনাথের সরকার।
বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে, ওই দিন এমন সুরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যোগীকে তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘যোগীর কাছে উত্তরপ্রদেশে পরিবর্তন মানে বাংলার পরিকাঠামোর ছবি চুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নকে নিজেদের বলে দাবি। বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে।’
উত্তরপ্রদেশে বিজ্ঞাপন বিতর্কে পরে যে সংবাদপত্রে ওই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল, সেই সংবাদপত্র ভুলস্বীকার করে নিয়েছিল। "উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে অসাবধানতায় ভুল ছবি ছাপা হয়েছে।" ভুলের জন্য দুঃখপ্রকাশ করে ট্যুইট করেছিল ওই সংবাদপত্র।