বাংলাদেশ থেকে মালদা হয়ে দেশে ঢুকছে জাল টাকা, নতুন নোটের সুরক্ষা বৈশিষ্ট্যগুলিও রপ্ত করেছে কারবারিরা, রিপোর্ট এনআইএ-র
কলকাতা: মাত্র কয়েকমাস হল দু’হাজার টাকার নোট বাজারে এসেছে। কিন্তু এর মধ্যেই ব্যাপক হারে তা জাল হতে শুরু করেছে। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের মালদা সীমান্ত দিয়ে ঢুকছে এই জাল নোট। তারপর ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। এনআইএ-র চার্জশিট থেকে উঠে এসেছে এই তথ্য। নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এই পদক্ষেপে জাল নোটের রমরমা বন্ধ হবে। কেউ কেউ বলেছিলেন, নতুন নোট না কি এমনভাবে তৈরি হবে, তা জাল করার কোনও রাস্তাই থাকবে না! কিন্তু কোথায় কী! গোয়েন্দা সূত্র বলছে, নতুন ২ হাজার টাকার নোটও এখন দেদারে জাল হচ্ছে! আর জাল নোট ভারতে ঢোকার মূল করিডর হয়ে উঠেছে মালদা। গত ৬ মার্চ, মালদার ইংরেজবাজার থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার হয়! সবটাই নতুন ২ হাজারের নোটে! এই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। ২ জুন আদালতে চার্জশিট পেশ করেছে এনআইএ। তাদের চার্জশিটে, মালদার কালিয়াচকের হাবিবুর রহমান এবং ফকিরুল শেখ ওরফে আকাশের নাম রয়েছে। দু’জনই জাল নোট পাচারের সময় হাতেনাতে ধরা পড়েছিল। জাতীয় তদন্তকারী সংস্থা চার্জশিট উল্লেখ করেছে, ভারতের অর্থনৈতিক স্থিতাবস্থা নষ্ট করার উদ্দেশ্যেই দেশজুড়ে জাল নোট ছড়ানো হচ্ছিল। নরেন্দ্র মোদী নোট বাতিলের ঘোষণা করেন গত বছরের ৮ নভেম্বর!!!!! আর তার এক মাসের মধ্যেই অর্থাৎ, ডিসেম্বরেই মালদায় প্রথম ২০০০ টাকার জাল নোট ধরা পড়ে। তবে সেগুলি ছিল অত্যন্ত নিম্ন মানের এবং খালি চোখে শনাক্ত যোগ্য। আসল নোটের লেসার প্রিন্ট আউট ছিল ওই উদ্ধার হওয়া নোটগুলি। এরপর ওই ডিসেম্বরেই মুর্শিদাবাদের ইসলামপুরে উদ্ধার হয় নতুন দু’হাজারের নোটে ৮০ হাজার জাল টাকা! ধরা পড়ে মালদার বৈষ্ণবনগরের এক বাসিন্দা। জেরার মুখে পুলিশকে সে জানায়, এর আগে দু’বার জাল নোটের দু’টি বাক্স অন্যত্র পাচার করেছে সে! তারপরেও মালদার বৈষ্ণবনগর ও কালিয়াচকে আরও চারটি ঘটনা ঘটে যেক্ষেত্রে দু’ হাজার টাকার নতুন নোট জাল করার ঘটনা সামনে আসে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়! পুলিশ ও গোয়েন্দা সূত্রে খবর, নতুন জাল নোটের কারবারকে লোভনীয় করতে কমিশন বাড়িয়ে প্রায় ৫০% করা হয়েছে! গোয়েন্দা সূত্রে খবর, যত দিন যাচ্ছে, ততই উন্নত মানের নতুন জাল নোটের অনুপ্রবেশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উদ্বেগজনক তথ্য হল, নতুন নোটের বিশেষ ১৭টি বৈশিষ্ট্যের মধ্যে প্রায় ১১টিই জাল নোটের কারবারিরা ইতিমধ্যেই নকল করে ফেলেছে! এই পরিস্থিতিতে নতুন দু’হাজার টাকার জাল নোট নিয়ে চিন্তার ভাঁজ গোয়েন্দাদের কপালে!