US Joe Biden Inauguration Ceremony Live: শপথ নিয়ে 'অস্বাভাবিক চ্যালেঞ্জ' মোকাবিলায় ঐক্য়ের ডাক বাইডেনের, এবার আসল কাজ শুরু, ট্য়ুইট
হোয়াইট হাউস ছাড়লেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতির বাসভবন ছাড়ার পর ওয়াশিংটন বিমানবন্দরে ট্রাম্পকে দেওয়া হল গার্ড অফ অনার। বিদায়ী ভাষণে ট্রাম্প তাঁর পরিবার ও বন্ধু-শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে বলেছেন, কোনও না কোনওভাবে তিনি আবার ফিরে আসবেন। ট্রাম্প বলেছেন, আমি সর্বদাই আপনাদের লড়াই করব।
LIVE
Background
ওয়াশিংটন: হোয়াইট হাউস ছাড়লেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতির বাসভবন ছাড়ার পর ওয়াশিংটন বিমানবন্দরে ট্রাম্পকে দেওয়া হল গার্ড অফ অনার। বিদায়ী ভাষণে ট্রাম্প তাঁর পরিবার ও বন্ধু-শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে বলেছেন, কোনও না কোনওভাবে তিনি আবার ফিরে আসবেন। ট্রাম্প বলেছেন, আমি সর্বদাই আপনাদের লড়াই করব।
কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প নিজেই একটি নতুন দল তৈরি করতে পারেন।
ট্রাম্প বলেছেন, আমাদের কার্যকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সবাই প্রচুর পরিশ্রম করেছেন। আমার কাছে এই কার্যকালের মেয়াদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রাক্তন মার্কিন সৈনিকদের সম্মান দিয়েছি। আমেরিকার সেনাকে ফের শক্তিশালী করে তুলেছি। আমেরিকার ইতিহাসে করের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছাড় দেওয়া হয়েছে।
ট্রাম্প বলেছেন, যে পরিশ্রম আমরা করেছি, তা আর কেউ করতে পারে না। কোনও না কোনও ভাবে ফের ফিরে আসব। আমি সর্বদা আপনাদের জন্য লড়াই চালিয়ে যাব।
সেইসঙ্গে ট্রাম্প বলেছেন, আমি সজাগ থাকব। দেখতে থাকব, শুনতে থাকব। এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্য কাজ করেছি।
নয়া প্রেসিডেন্ট জো বাইডেনের নাম না করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, নয়া প্রশাসনকে শুভকামনা জানাচ্ছি। আমার মনে হয়, নতুন প্রশাসনের ভালো কিছু কাজ করার ভিত্তিভূমি রয়েছে।
ট্রাম্প বলেছেন, আমরা বিশ্বের সবচেয়ে বড় দেশ ও অর্থ ব্যবস্থা। মহামারীতে বেশ ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। আমরা এমন কিছু করেছি যা মেডিক্যাল ক্ষেত্রে অসাধারণ বলে মনে করা হয়। আমরা ৯ মাসের মধ্যে ভ্যাকসিন তৈরি করে ফেলেছি।
আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬-তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন জোশেফ আর বাইডেন। প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। ভারতীয় সময় রাত ১০টায় কমলা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠান। বাইডেন শপথ নেবেন রাত সাড়ে ১০টায়।