Viral News: এ কেমন বাঘ! সিমলিপালের জঙ্গলে ক্যামেরাবন্দি প্রাণী এখন ভাইরাল
Black Tiger Pics:ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বাঘের ছবি। আর সেই ছবি X হ্যান্ডেলে শেয়ার করেছেন IFS অফিসার প্রবীণ কাসওয়ান।
কলকাতা: সিংহ নয়। ভারতের অধিকাংশ অরণ্যেই 'রাজা' ডোরাকাটা। ইদানিং পরপর ক্যামেরাবন্দি হয়েছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল। এবার তারই আত্মীয় ক্যামেরাবন্দি হল ওড়িশার সিমলিপালে। তবে এ অন্যরকম ডোরাকাটা। হলুদ কম, কালোর ভাগটাই বেশি। হলুদের উপর কালো না, কালোর উপর হলুদ ডোরাকাটা।
সিমলিপালের অরণ্যে ক্যামেরাবন্দি হল এমনই বাঘ। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বাঘের ছবি। আর সেই ছবি X হ্যান্ডেলে শেয়ার করেছেন IFS অফিসার প্রবীণ কাসওয়ান। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ছবিগুলি। ওই অফিসার শুধু ছবিই দেননি, তার সঙ্গে এই বাঘ কী, কেন এমন গায়ের রং সেটাও স্পষ্ট করে বুঝিয়েছেন তিনি।
এই ধরনের বাঘ আসলে Melanistic Tiger. অনেকেই চলতি ভাষায় কালো বাঘ বা Black Tiger বলা হয়। আদতে রয়্যাল বেঙ্গল টাইগারেরই একটি জেনেটিক ভেরিয়েশন এটি। একটি মিউটেশনে এমনটা হয় বলে জানিয়েছেন ওই অফিসার। প্রবীণ কাসওয়ান আরও জানিয়েছেন যে, সিমলিপালে যে বাঘ দেখতে দেখা গিয়েছে সেগুলিকে pseudo melanistic tiger বলা হয়। এই ধরনের বাঘ দুষ্প্রাপ্য বলেও জানান তিনি।
The black tigers of #India. Do you know there are pseudo- melanistic tigers found in Simlipal. They are such due to genetic mutation & highly rare. Such beautiful creature. pic.twitter.com/X1TEw8r1cD
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) December 22, 2023
এই বাঘের একটি ইতিহাসও তুলে ধরেছেন IFS প্রবীণ কাসওয়ান। ১৯৯৩ সালে প্রথম দেখা গিয়েছিল এই pseudo-melanistic tiger, রেকর্ড নাকি তেমনটাই। ১৯৯৩ সালের ২১ জুলাই, সেখানকার Podagad গ্রামের এক কিশোর সালকু আত্মরক্ষার জন্য এমনই এক 'কালো বাঘ'কে তির ছুড়ে মারে। ২০০৭ সালে Sathyamangalam Tiger Reserve-এ প্রথম এমন দুষ্প্রাপ্য বাঘের দেখা মেলে।
প্রবীণ কাসওয়ান জানিয়েছেন, Rare Genetic Mutation এর জন্য বাঘের এমন গায়ের রং হয়, অল্প সংখ্যক পাওয়া যায় এই বাঘ।
IFS প্রবীণ কাসওয়ান প্রায়শই বন্যপ্রাণের এমন নানা ছবি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন। আর প্রায় সবকটিই ভাইরাল হয়। তার সঙ্গেই বন্যপ্রাণ সম্পর্কিত খুঁটিনাটি তথ্যও দিয়ে থাকেন তিনি।
আরও পড়ুন: ৩৫ বার ফেল! তবু মাঠ ছাড়েননি, ইঞ্জিনিয়ারিং ছেড়ে কীভাবে সফল IAS হলেন বিজয় বর্ধন?