এক্সপ্লোর
Investment: ঝুঁকি ছাড়া নিশ্চিত রিটার্ন, ৭-৮ শতাংশ সুদ পাওয়া যায় সরকারি এই ১০ স্কিমে
Money
1/11

Investmnets: বেশি লাভের (Profit) আশায় হতে পারে লোকসান। তাই শেয়ার বাজার(Share Market) থেকে দূরে থাকেন অনেকেই। আপনিও নিশ্চিত ভাল রিটার্ন পেতে দেখতে পারেন এই ১০ সরকারি স্কিমে(Small Saving Scheme)।এখানে রইল দশটি প্রকল্পের সুবিধা ও বৈশিষ্ট্য।
2/11

1. National Savings (Monthly Income Account) Scheme ন্যূনতম 1000 টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারবেন। একজনের অ্যাকাউন্টে সর্বাধিক 9 লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা রাখা যাবে। অ্যাকাউন্টের ম্যাচুরিটি পিরিয়ড 5 বছর। একজন আমানতকারী এই স্কিমে একটির বেশি অ্যাকাউন্ট করতে পারে। এ ছাড়াও একক বা যৌথ অ্যাকাউন্টে বিনিয়োগ করা যেতে পারে। যদি অ্যাকাউন্টটি তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পরে বন্ধ হয়ে যায় তবে জমার 1% কেটে নেওয়া হবে। সুদের হার: (1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর, 2023)- 7.4%
Published at : 19 Dec 2023 07:31 AM (IST)
আরও দেখুন






















