এক্সপ্লোর
Alipurduar : বক্সার ১১টি পাহাড়ি গ্রামে দেবে জরুরি পরিষেবা, ছবিতে দেখুন "পালকি অ্যাম্বুলেন্স"

পালকি অ্যাম্বুলেন্স
1/10

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বক্সা পাহাড়ের দুর্গম পথে এবার সঙ্কটজনক রোগীদের পাশাপাশি অন্তঃসত্ত্বাদের বহন করবে "পালকি অ্যাম্বুলেন্স"
2/10

অভিনব এই উদ্যোগে খুশি বক্সা পাহাড়ের বাসিন্দারা
3/10

বাঁশে কাপড় ঝুলিয়ে রোগী বা অন্তঃসত্ত্বা বহন করাই ছিল এদের একমাত্র অবলম্বন
4/10

এবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বক্সা পাহাড়ের ১১টি পাহাড়ি গ্রামে জরুরি পরিষেবা দেবে "পালকি অ্যাম্বুলেন্স"
5/10

এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা
6/10

বক্সা পাহাড়ের জিরো পয়েন্টে এর শুভ সূচনার পর এই "পালকি অ্যাম্বুলেন্স" কাঁধে বয়ে বক্সা দুয়ারের কমিউনিটি হেল্থ ইউনিটের দিকে বয়ে নিয়ে যান আলিপুরদুয়ারের জেলাশাসক এবং কালচিনির বিডিও স্বয়ং
7/10

কালচিনির একটি সংস্থার উদ্যোগে নির্মিত এই "পালকি অ্যাম্বুলেন্স" বহন করবেন তাঁদেরই সদস্য ৪ পালকি বাহক
8/10

এই মুহূর্তে একটি পালকির মাধ্যমে বক্সা দুয়ার থেকে পরিষেবা দেওয়া শুরু হল
9/10

তবে, আগামীতে আরও তিনটি পালকি এই পরিষেবা দেবে বক্সা পাহাড়ের দুর্গম আদমা, চুনাভাটি এবং লেপচাখা গ্রাম থেকে
10/10

শাল কাঠের ফ্রেমে তৈরি এই পালকির নিচের অংশ তৈরি হয়েছে গামারি কাঠ দিয়ে। পালকি যতটা সম্ভব হাল্কা রাখার জন্য চারপাশ ঢাকা হয়েছে অ্যালুমিনিয়াম প্লেনশিট দিয়ে। যাতে বৃষ্টির জলও প্রবেশ করতে না পারে। প্রবেশের জন্য দরজাও রাখা হয়েছে একপাশে। পালকির অন্দরে নিরাপদ মাতৃত্বের বার্তা দেওয়া বিভিন্ন ছবি রয়েছে। এর পাশাপাশি জরুরি পরিষেবায় সেখানে রাখা হবে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, স্যালাইন, অক্সিজেন এবং গরম জল
Published at : 09 Dec 2021 08:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
