এক্সপ্লোর
Sunny Deol Gadar 2: 'না বলেই' মিউজিক ব্যবহার সানির ছবিতে, অভিযোগ 'গদর এক প্রেম কথা'-র সুরকারের
কোনও জিজ্ঞাসা ছাড়াই গদর ২ ছবিতে, 'গদর এক প্রেম কথা'-র সুরকারের গান ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।

'না বলেই' গান ব্যবহার সানির ছবিতে, অভিযোগ 'গদর এক প্রেম কথা'-র সুরকারের
1/10

গদর এক প্রেম কথা -র সুরকার উত্তম সিং। গদর এক প্রেম কথা-র সঙ্গীত রচয়িতা অবাক হয়ে গিয়েছেন। কারণ ছবির সিক্যুয়েলের জন্য তাঁর সঙ্গীত ব্যবহার করা হয়েছিল। এদিকে তাঁকে একবারের জন্যও জিজ্ঞাসা করা হয়নি।
2/10

গদর এক প্রেম কথা, ২০০১ সালের একটি সুপারহিট ব্লকবাস্টার ছবি ছিল। বলাইবাহুল্য এই ছবির প্রতিটা ছবিই প্রায় হিট ছিল। সানি দেওলের ছবি গদর ২ হওয়ার কৃতিত্ব কিছুটা হলেও বলা যেতে পারে, পুরনো ছবির গানের ব্যবহার।
3/10

কিন্তু ছবি নির্মাতা অনিল শর্মা, গদরের মিউজিক ব্যবহারের আগে, সুরকারকে একবারও জিজ্ঞেস করেননি, যা নিয়ে স্বাভাবিকভাবেই নানা গুঞ্জন ছড়িয়েছে।
4/10

সঙ্গীত পরিচালক, উত্তম সিংয়ের এই দুটি গানই গদর ২- এ একটি নতুন সংস্করণের সঙ্গে সুর করেছেন। অমর উজালার মতে, উত্তম সিং বলেছেন, তাঁকে গদর ২ এর জন্য কোনও ফোন করা হয়নি। কাউকে ফোন করে তিনি কাজ চাইতে অভ্যস্ত নন।
5/10

বছরটা ২০০১। মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকব্লাস্টার ছবি 'গদর এক প্রেম কথা।' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য় লাভ করেছিল। মোট ১০০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি।
6/10

এদিকে এই মুহূর্তে সানি দেওলের 'গদর ২' (Gadar 2 ) প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই ঝড় তুলেছে।ছবি মুক্তির ২ সপ্তাহ পার করেছে। প্রেক্ষাগৃহ মালিকদের আশা মিলিয়েই এগিয়ে চলেছে গদর ২।
7/10

১৪ তম দিন বৃহস্পতিবারেও ছবিটি আয় করেছে ৮ কোটির উপরে।তবে এই ছবিটি মুক্তি পাওয়ার পর গতকালই প্রথমবার একক অঙ্ক সংগ্রহ করেছে। কারণ গতদিনগুলিতে ১০ কোটি কখনও ১২ কোটি আয় করেছে।
8/10

তবে যাইহোক, সব মিলিয়ে ১৪ দিনের আয় গিয়ে দাঁড়িয়েছে, ৪১৮ কোটি ৯০ লক্ষ টাকায়। আশা করা হচ্ছে খুব শীঘ্রই 'গদর ২', ৫০০ কোটির গন্ডি পেরোবে।
9/10

উল্লেখ্য, চলতি বছরে বলিউডে সবচেয়ে উপার্জনকারী ছবির তালিকায় রয়েছে পাঠান। যা মূলত ৫০ দিনের কাছাকাছি ছিল বক্স অফিসে।
10/10

আর দেশের বাজার থেকে ৫৪০ কোটির কাছাকাছি আয় করেছে। আর সেখানে ১৪ দিনেই ৪১৮ কোটি টাকা পার করেছে 'গদর ২।' এখন এটাই দেখার শাহরুখের রেকর্ড শেষ অবধি ভাঙতে পারেন কিনা সানি দেওল।
Published at : 25 Aug 2023 09:57 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
