এক্সপ্লোর
Mandira Bedi Updates: ক্যাপশনে হার্ট ব্রোকেন ইমোজি, স্বামীর সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার মন্দিরার

ছবি-স্বামীর সঙ্গে মন্দিরা
1/7

গত ৩০ জুন প্রয়াত হয়েছেন স্বামী রাজ কৌশল। সেই শোকের সঙ্গে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন মন্দিরা বেদি। এবার স্বামীর সঙ্গে কাটানো সুন্দর সব মুহূর্তের ছবি শেয়ার করলেন মন্দিরা।(ছবি সৌজন্য : মানব মঙ্গলানি)
2/7

স্বামীর সঙ্গে কাটানো সুখের মুহূর্তের ছবি শেয়ার করেছেন মন্দিরা। নিচে ক্যাপশনে হার্ট ব্রোকেন ইমোজি।(ছবি সৌজন্য : ইনস্টাগ্রাম : মন্দিরা বেদি)
3/7

ছবিতে মন্দিরা ও তাঁর স্বামীকে একসঙ্গে ডিনার করতে দেখা যাচ্ছে। (ছবি সৌজন্য : ইনস্টাগ্রাম : মন্দিরা বেদি)
4/7

স্বামী রাজ কৌশলের শোকে এর আগে ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল পিকচার ডিলিট করে দিয়েছিলেন মন্দিরা। তার জায়গায় ব্ল্যাক স্ক্রিন বসিয়েছিলেন।(ছবি সৌজন্য : ইনস্টাগ্রাম : মন্দিরা বেদি)
5/7

গত ৩০ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজ কৌশলের। ৪৯ বছর বয়স হয়েছিল তাঁর। স্বামীর অকাল প্রয়াণে ভেঙে পড়েন মন্দিরা। স্বামীর শেষযাত্রায় তাঁর ভেঙে পড়ার ছবি মুহূর্তে ভাইরাল হয়।(ছবি সৌজন্য : মানব মঙ্গলানি)
6/7

স্বামীর মৃত্যুর পর তাঁর স্মরণে একটি প্রার্থনা সভা ডাকেন মন্দিরা। সেখানে শামিল হন কাছের বন্ধুরা এবং পরিবারের সদস্যরা।(ছবি সৌজন্য : ইনস্টাগ্রাম : মন্দিরা বেদি)
7/7

নিজেকে শক্ত করো মন্দিরা। সহজ হোক চলার পথ।
Published at : 05 Jul 2021 07:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
অফবিট
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
