এক্সপ্লোর
Radhika Merchant: রাধিকার কাছে ৪টে মিষ্টি চেয়ে বসল খুদে, হবু অম্বানি বধূর ব্যবহার মন জয় করল নেটিজেনদের
Anant-Radhika Wedding Update: ১ থেকে ৩ তারিখ পর্যন্ত, গুজরাতের জামনগরে আয়োজন করা হয়েছে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানের

৫১ হাজার মানুষের অন্নসেবা, 'জয় শ্রী কৃষ্ণ' বলে খাবার পরিবেশন করলেন মুকেশ, অনন্ত, রাধিকা
1/10

আগামীকাল থেকেই শুরু তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান। কিন্তু তার আগেই সেজে উঠেছে গুজরাতের জামনগর। আলোর মালায় সেজে উঠেছে একাধিক রাস্তা, বাড়ি... প্রায় রোজই চলছে নতুন নতুন আয়োজন
2/10

বুধবার, বিশেষ এক অন্ন-সেবা উৎসবের আয়োজন করা হয়েছিল অম্বানি পরিবারের তরফ থেকে। সেখানে হাজির ছিলেন মুকেশ অম্বানি (Mukesh Ambani), অনন্ত অম্বানি (Anant Ambani)। এছাড়াও ছিলেন মার্চেন্ট পরিবারের সদস্যরা।
3/10

গাঢ় গোলাপি সালোয়ার কামিজে হাজির ছিলেন হবু বধূ রাধিকা মার্চেন্টও (Radhika Merchant)। হাজির ছিলেন তাঁর দাদু দিদা ও বাবা মাও।
4/10

১ থেকে ৩ তারিখ পর্যন্ত, গুজরাতের জামনগরে আয়োজন করা হয়েছে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানের।
5/10

তাঁদের বিয়ের এখনও কয়েকমাস দেরি রয়েছে। তবে তার আগেই প্রাক-বিবাহ অনুষ্ঠানের জমকালো আয়োজন জামনগর জুড়ে।
6/10

বুধবার থেকে অম্বানি পরিবারের তত্ত্বাবধানে শুরু হয়েছে অন্ন-সেবা। বুধবার ৫১ হাজার সাধারণ মানুষকে জনপ্রিয় গুজরাতি খাবার পরিবেশন করা হয়।
7/10

এই উৎসব চলবে আগামী কয়েকদিন। এদিন, অন্নসেবার শুরুর দিনে, নিজের হাতে খাবার পরিবেশন করেন মুকেশ অম্বানি, রাধিকা মার্চেন্ট ও অনন্ত অম্বানি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
8/10

সবাইকে 'জয় শ্রী কৃষ্ণ' বলে পাতে খাবার তুলে দিচ্ছিলেন রাধিকা। তিনি পরিবেশন করছিলেন মিষ্টি। হঠাৎ এক শিশু, তাঁর কাছে চারটি মিষ্টি চেয়ে বসে। হাসতে হাসতে রাধিকা তার পাতে ৪টে মিষ্টিই তুলে দেন। রাধিকার এই টুকরো টুকরো মিষ্টি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
9/10

২০২৩ সালের জানুয়ারিতে বাগদান অনুষ্ঠান হয় অনন্ত ও রাধিকার। এরপরে রিলায়েন্সের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত রাধিকা মার্চেন্টকে।
10/10

রাধিকা অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনার পাশাপাশি, রাধিকা একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। নীতা অম্বানি (Nita Ambani)-নিয়েও একজন নৃত্যশিল্পী। রাধিকার প্রবেশিকা নৃত্যানুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল অম্বানি পরিবারের তরফ থেকে। এখন অপেক্ষা কেবল রাধিকার অম্বানি পরিবারের অংশ হয়ে ওঠার
Published at : 29 Feb 2024 08:58 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিজ্ঞান
জেলার
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
