এক্সপ্লোর
Sayantani Guhathakurta: দীপাবলির সাজে নজরকাড়া সায়ন্তনী, জানালেন কেমন ছিল তাঁর ছেলেবেলার কালীপুজো

দীপাবলির সাজে নজরকাড়া সায়ন্তনী
1/7

বড়পর্দা থেকে ওয়েব সিরিজ, ইদানীং একাধিক প্ল্য়াটফর্মে কাজ করছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা।
2/7

সম্প্রতি দীপাবলির সাজে ক্য়ামেরাবন্দী হলেন তিনি।
3/7

শাড়ি, লেহেঙ্গা হোক কিমবা ওয়েস্টার্ন সব লুকেই সায়ন্তনী নজর কাড়লেন নেটিজেনদের।
4/7

সব পোশাকের সঙ্গে ছিল মানানসই গয়না।
5/7

এবিপি লাইভকে সায়ন্তনী জানালেন, ছেলেবেলার কালীপুজোর কথা এখনও তাঁর স্মৃতিতে উজ্জ্বল। মনে পড়ে ভাইবোন আত্মীয়স্বজন সবাই মিলে একসঙ্গে বাজি ফাটানোর কথা।
6/7

সায়ন্তনীর কথায় উঠে এল তাঁর বাবার প্রসঙ্গও। প্রত্য়েক বছর কালীপুজোতে অভিনেত্রীর বাবাই বাজি নিয়ে আসতেন। আর সবাই সেই অপেক্ষা করে থাকতেন।
7/7

তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাজি ফাটানো বন্ধ হলেও এখনও বাড়ির সকলে মিলে সারা বাড়িতে প্রদীপ জ্বালাতে ভোলেন না সায়ন্তনী।
Published at : 03 Nov 2021 12:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
