এক্সপ্লোর
Shamita Shetty Birthday: জীবনসঙ্গী থেকে চারিত্রিক বৈশিষ্ঠ্য, শমিতা শেট্টির সম্পর্কে চমকদার তথ্য

শমিতা শেট্টি
1/10

আজ জন্মদিন বলিউড অভিনেত্রী শমিতা শেট্টির। একনজরে চোখ বুলিয়ে নেওয়ার যাক তাঁর অজানা কিছু তথ্যে।
2/10

আদিত্য চোপড়া পরিচালিত, যশরাজ ফিল্মসের ছবি 'মহব্বতে' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় শমিতা শেট্টির। প্রথম ছবিতেই পুরস্কার জিতে নেন তিনি। অভিনয় ছাড়াও পেশায় একজন মডেল এবং ইন্টেরিয়র ডিজাইনারও তিনি।
3/10

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের সঙ্গে সঙ্গে একাধিক ডান্স নম্বরে দেখা গিয়েছে শমিতাকে। 'মেরে ইয়ার কি শাদি হ্যায়' ছবির 'শারারা শারারা', 'সাথিয়া' ছবির 'চোরি পে চোরি' এবং আরও বেশ কিছু গানে তাঁর নাচ মুগ্ধ করেছে দর্শকদের।
4/10

শমিতা শেট্টির বলিউড জার্নি খুব একটা দীর্ঘ নয়। 'জহের', 'বেওয়াফা', 'ক্যাশ', 'ফরেব' ও আরও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
5/10

জানা যায়, দিদি শিল্পার মতোই ফিটনেস সচেতন শমিতা শেট্টিও। নিজেকে ফিট রাখার জন্য পছন্দের অনেক খাবারই ত্যাগ করেছেন তিনি। হাজারো কাজের ব্যস্ততার মাঝে সপ্তাহে অন্তত ৪ বার ওয়ার্ক আউট করেন।
6/10

নতুন বন্ধু তৈরি, নতুন মানুষদের সঙ্গে মেলামেশা করার ক্ষেত্রে অত্যন্ত অন্তর্মুখী চরিত্রের মানুষ শমিতা শেট্টি। জানা যায়, এমন চারিত্রিক বৈশিষ্ঠ্যের জন্যই বি টাউনের খুব বেশি বন্ধু নেই তাঁর। শমিতা বিভিন্ন সময়ে জানিয়েছিলেন যে, তিনি তেমন মানুষের সঙ্গেই জীবন কাটাতে চান, যিনি তাঁর বাবা-মা এবং পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাবেন এবং তাঁদের সঙ্গে সমস্ত কিছু উপভোগ করবেন।
7/10

ইন্ট্রোভার্ট স্বভাবের শমিতা রেগে গেলে কী করেন? এক সাক্ষাতকারে শিল্পা শেট্টি জানিয়েছিলেন যে, তাঁর বোন রেগে গেলে চুপচাপ হয়ে যান আরও। জানা যায়, যেখানেই থাকুন না কেন, প্রতি রবিবার পরিবারের সঙ্গে সময় কাটান অভিনেত্রী।
8/10

নিজের লুক নিয়ে ছোট থেকেই সচেতন ছিলেন শমিতা শেট্টি। জানা যায়, নিজের ছোটবেলার সমস্ত ছবি নাকি তিনি পুড়িয়ে ফেলেছিলেন। শুধুমাত্র দাঁতের জন্য তাঁর লুক সেই সময় তেমন ছিল তাই।
9/10

খুব কম বয়স থেকেই খেলাধুলোর প্রতি আগ্রহ ছিল শমিতা শেট্টির। তিনি একজন অত্যন্ত দক্ষ অ্যাথলিটও।
10/10

নানা সময়ে সাক্ষাতকারে শমিতা জানিয়েছেন যে, বলিউডে তাঁর আত্মপ্রকাশের পর থেকেই দিদি শিল্পার সঙ্গে তাঁর তুলনা চলেছে। তবে, এতে দুই বোনের সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। বলি ডিভা শমিতা শেট্টিকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 02 Feb 2023 09:23 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
