এক্সপ্লোর
গরমে ডিহাইড্রেশনের সমস্যা? এই খাবারে সমাধান চটজলদি

শরীরে জলের ঘাটতি মেটাতে খান এই খাবার
1/10

ভাতের মধ্যে ৭০ শতাংশ জল থাকে। শরীরে পর্যাপ্ত পরিমাণ জলের যোগান দেয় ভাত। গরমকালে তাই পর্যাপ্ত পরিমাণ ভাত খাওয়া শরীরের জন্য ভাল
2/10

ভিটামিন এ, ভিটামিন সি, সোডিয়াম, ফাইবারসহ আরও ২০ ধরনের মিনারেল পাওয়া যায় পাকা আম থেকে। এতে জলের পরিমাণ বেশি তাই আম শরীরে জলশূন্যতা রোধের পাশাপাশি হার্টও ভাল রাখে।
3/10

শরীরে জলের ঘাটতি মেটাতে গরমকালে রোজ বেদানা বা বেদানার রস খান। পাশাপাশি বেদানা রক্তাল্পতার সমস্য়াও দূর করে।
4/10

গরমে শরীরকে আর্দ্র রাখার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে জল পান করুন। দিনে অন্তত ৩-৪ লিটার জল পান করা আবশ্যক
5/10

শশায় প্রায় ৯৫ শতাংশ জলীয় উপাদান রয়েছে। এ ছাড়া ভিটামিন কে, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম পাওয়া যায় শসা থেকে। তাই গরমে তাই বাড়তি জলের চাহিদা মেটাতে রোজ খান শশা খান।
6/10

তরমুজে জলীয় উপাদান প্রায় ৯০ শতাংশ। পাশাপাশি এতে রয়েছে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্ট। এটি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়।
7/10

গরমে ঘামের সঙ্গে শরীর থকে পটাসিয়াম বেরিয়ে যায়। সাইট্রাস ফল লেবুতে প্রায় ৮৫ শতাংশ জলীয় উপাদান থাকায় শরীরে জলের অভাব দূর করে।
8/10

গরমকালে শরীরে জলের চাহিদা মেটাতে কার্যকরী স্যালাড। স্যালাডের মধ্যে থাকা সবজি, ফলে ৯৫ শতাংশ পর্যন্ত জল থাকে। এ ছাড়াও প্রোটিন এবং ওমেগা ৩, ফ্যাটি অ্যাসিডে ভরপুর স্যালাডে ফ্যাট এবং ক্যালোরিও অনেক কম থাকে।
9/10

শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দূর করতে সবচেয়ে উপকারি দই। দইয়ের মধ্যে ৮৫ শতাংশ জল থাকে। শরীরের জন্য প্রয়োজনীয় প্রোবায়োটিকের উল্লেখযোগ্য উৎস এটি।
10/10

ম্যাগনেশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়ামের মতো খনিজসমৃদ্ধ ডাবের জল অবশ্যই পান করুন গরমকালে। ডাবের জল পান করলে শরীরে জলের চাহিদা পূরণ হবে।
Published at : 27 Mar 2022 10:39 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
অফবিট
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
