এক্সপ্লোর
Eye Allergies: যখন তখন অ্যালার্জি চোখে, কীভাবে মুক্তি?
Lifestyle Tips: কীভাবে চোখের যত্ন নেবেন?

ফাইল ছবি
1/10

চোখ অত্যন্ত স্পর্শকাতর ইন্দ্রিয়। চোখে অ্যালার্জির জন্য অস্বস্তি হতে থাকে সবসময়। যার একাধিক কারণ থাকে। যেমন ফুলের রেণু, দূষণ, নোংরার জন্য এলার্জি হতে পারে।
2/10

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে অ্যালার্জির আশঙ্কা থাকে। চোখ চুলকানো, লালভাব, ব্যথা, জল পড়ার মতো সমস্যা হলে বোঝা যায় অ্যালার্জি হয়েছে।
3/10

কীভাবে বুঝবেন অ্যালার্জি হচ্ছে? সারাক্ষণ চোখ চুলকানো, কনজাংটিভাতে হলে চোখ লাল। আবার অনেক সময় চোখের চারপাশের অংশ ফুলে যায় অ্যালার্জি জন্য।
4/10

চোখের থেকে অবিরাম জল পড়ার কারণ হতে পারে অ্যালার্জি। অ্যালার্জির কারণে অনেক সময় আবার ঝাপসা দেখায় দৃষ্টি।
5/10

কীভাবে রক্ষা করবেন চোখ? বিভিন্ন দূষণ থেকে চোখ রক্ষা করতে, যতটা সম্ভব ঘরে থাকতে হবে। প্রয়োজনে ঘরের দরজা, জানলা বন্ধ করতে হবে। দিনেরবেলা বাইরে বেরোলে সানগ্লাস পরার অভ্যাস করুন।
6/10

ঘরের নোংরা দূর করতে ভ্যাকিউম করতে হবে নিয়মিত। এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে হবে। বিশেষত শোওয়ার ঘর এবং বসার ঘরে রাখতে হবে।
7/10

ধূলিকণা এবং নোংরা দূর করতে গরম জলে চাদর, বালিশ এবং কম্বল ধুতে হবে। সপ্তাহে নিয়ম মেনে পরিবর্তন করে, কাচা জিনিস ব্যবহার করতে হবে।
8/10

পোষ্যকেও রাখতে হবে পরিষ্কার। কারণ তার গায়ের নোংরা থেকেও হতে পারে অ্যালার্জি। প্রয়োজনে শোওয়ার ঘরে ঢুকতে দেওয়া যাবে না।
9/10

চোখের ফোলাভাব এবং চুলকানো কমাতে ঠান্ডা জল দিতে হবে। একটা কাপড় জলে ভিজিয়ে চোখ বন্ধ করে উপর থেকে কম্প্রেস করতে হবে।
10/10

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 06 Oct 2024 02:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
