এক্সপ্লোর
Weight Loss Diet: ওজন কমাতে কড়া ডায়েটে রয়েছেন? গরমের দিনে কী কী খেলে উপকার পাবেন? দেখে নিন তালিকা
Summer Weight Loss Diet: ওজন কমানোর জন্য যাঁরা ডায়েট করছেন, তাঁরা গরমের মরশুমে মেনুতে কোন কোন খাবার রাখলে উপকার পাবেন, দেখে নিন।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

যাঁরা ওজন কমাতে ডায়েট করছেন, তাঁরা গরমের দিনে অবশ্যই পাতে রাখুন লেবু। ভিটামিন সি সমৃদ্ধ এই লেবুর রস আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
2/10

লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার ফলে শরীরের মধ্যে থাকা দূষিত পদার্থ বা টক্সিন বের করতে এবং সর্বক্ষণ যে খিদে খিদে ভাব থাকে তা কমায়।
3/10

গরমের মরশুমে তরমুজের মতো রসালো ফল খেতে সকলেরই ভাল লাগে। এই ফল ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও খাবার হজম করার শক্তি বৃদ্ধি করে।
4/10

তরমুজের মধ্যে রয়েছে লাইকোপেন, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন সি এবং অ্যামাইনো অ্যাসিড। এই সমস্ত উপকরণ দৈহিক ওজন কমাতে সাহায্য করে।
5/10

বিটের রস ওজন কমাতে দারুণ ভাবে কাজে লাগে। এছাড়াও বিট খেতে পারেন স্যালাড কিংবা তরকারিতে। গরমের দিনে ওজন কমাতে পাতে রাখুন বিট।
6/10

বিটের মধ্যে রয়েছে নাইট্রেট এবং ফোলেট, যা ফাইবার সমৃদ্ধ। এছাড়াও রয়েছে বিটাইন নামের একটি মাইক্রো নিউট্রিয়েন্ট যা অতিরিক্ত মেদ ঝরিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
7/10

ইয়োগার্ট একটি প্রোবায়োটিক খাবার। এর মধ্যে প্রচুর পরিমাণে ভাল ব্যাকটেরিয়া থাকে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভাল। এগুলি অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে।
8/10

ইয়োগার্টের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ফল মিশিয়ে খেতে পারেন। এছাড়াও দিতে পারেন ড্রাই ফ্রুটস এবং কর্নফ্লেক্স। জলখাবারে রাখতে পারেন ইয়োগার্ট দিয়ে তৈরি স্মুদি। এইসব খাবার ওজন কমাতে সাহায্য করে।
9/10

গরমের মরশুমে খেতে পারেন শসা। এই ফল দ্রুত ওজন কমাতে সাহায্য করে। টকদইয়ের সঙ্গে শসা মিশিয়ে খেতে পারলে উপকার পাবেন অনেক।
10/10

শসার মধ্যে জলজ উপকরণ বেশি থাকে বলে গরমের দিনে শরীর হাইড্রেটেড রাখতে সাহায্য করে শসা।
Published at : 15 Apr 2024 11:33 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
