এক্সপ্লোর
15 years of 26/11 Attacks: ফাঁসি হয়েছে শুধু কসাভের, তার পর থেকে তারিখ আর তারিখ, দেড় দশক পর কোথায় দাঁড়িয়ে ২৬/১১ তদন্ত
Mumbai Attacks: নয় নয় করে ১৫ বছর পার ২৬/১১ মুম্বি হামলার। কোথায় দাঁড়িয়ে ভারত...দেখে নিন একনজরে।
—ফাইল চিত্র।
1/14

নয় নয় করে দেড় দশক পার। ২০১২ থেকে ২০২৩, কিন্তু ২৬/১১ মুম্বই হামলার ক্ষত এখনও দগদগে। বিশেষ করে প্রিয়জনকে হারিয়েছিলেন যাঁরা, বিচারের আশায়, সব অপরাধীর শাস্তির আজও দিন কাটছে তাঁদের।
2/14

২৬/১১ মুম্বই হামলার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনতে চলতি বছরই কিছুটা এগিয়েছে মুম্বই পুলিশ। পাকিস্তানি বংশোদ্ভূত, কানাডার ব্যবসায়ী তাহাবুর রানাকে প্রত্যর্পণে উদ্যোগী হয়েছে তারা।
Published at : 26 Nov 2023 08:24 AM (IST)
আরও দেখুন




















