এক্সপ্লোর
LGBTQI activist Divya Dureja: ফরাসি মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার এলজিবিটি আন্দোলনকারী দিব্যা দুরেজা

দিব্যা দুরেজা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
1/5

গোয়ার একটি রিসর্টে এক ফরাসি মহিলাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগে সমকামী ও লিঙ্গ রূপান্তরকামীদের আন্দোলনের অন্যতম মুখ দিব্যা দুরেজাকে গ্রেফতার করে পুলিশ। গত সপ্তাহে তিনি জামিনে ছাড়া পেয়েছেন। সূত্রের খবর, দিব্যাকে দিল্লির একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
2/5

ওই ফরাসি মহিলার অভিযোগ, তাঁকে জোর করে একটি ঘরে আটকে রেখে যৌন নির্যাতন চালান দিব্যা। এই অভিযোগের ভিত্তিতে দিব্যার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৩৪২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
3/5

উত্তর গোয়ার পুলিশ সুপার উৎকৃষ্ট প্রসূন জানিয়েছেন, ফৌজদারি আইনের ১৬৪ ধারায় আদালতে অভিযোগকারী ফরাসি মহিলার বয়ান নথিবদ্ধ করা হবে।
4/5

দিব্যার বোন জয়তী দুরেজা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁদের কথাও শোনার অনুরোধ জানিয়েছেন। তাঁর দাবি, দিব্যা কাউকেই চিনতে পারছেন না, এমনকী মাকেও না।
5/5

দিব্যাকে মাদক খাওয়ানো হয়েছে এবং মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন জয়তী। সব ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
Published at : 04 Mar 2021 11:07 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
মালদা
জেলার
ক্রিকেট
ফুটবল
Advertisement
ট্রেন্ডিং
