এক্সপ্লোর
Anant-Radhika Pre Wedding: সস্ত্রীক লেন্সবন্দি সচিন, অন্তত-রাধিকার প্রাক বিবাহে ব্র্যাভোর সঙ্গে ডান্ডিয়ায় মাতলেন ধোনি
Anant Ambani-Radhika Merchant Pre Wedding: সস্ত্রীক সচিন থেকে রোহিত শর্মা, মহেন্দ্র সিংহ ধোনিরা উপস্থিত রয়েছেন অন্তত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে।

মুকেশ-পুত্রের প্রাক বিবাহে লেন্সবন্দি সস্ত্রীক সচিন
1/9

বিশ্বের প্রথম সারির শিল্পপতি মুকেশ আম্বানির পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান বলিউড থেকে ২২ গজের একাধিক তারকা উপস্থিত রয়েছেন।
2/9

সচিন থেকে ধোনি কে নেই আমন্ত্রিতদের তালিকায়।
3/9

সস্ত্রীক সচিনকে অন্তত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে তো দেখা গিয়েছেই, তাঁদের কন্যা সারা তেন্ডুলকরও লাল রঙের এক লাহেঙ্গায় লেন্সবন্দি হন।
4/9

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খান এবং বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগেক দেখা গেল সাদা কালো কম্বিনেশনে।
5/9

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের আগে এখনও খানিকটা সময় বাকি। এই ফাঁকেই মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাপ ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের এই অনুষ্ঠানে হাজির রয়েছেন।
6/9

বর্তমান অধিনায়কের পাশাপাশি সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও।
7/9

ধোনিকে তাঁর প্রাক্তন সিএসকে সতীর্থ ডোয়েন ব্র্যাভোর সঙ্গে ডান্ডিয়া খেলায় মজতেও দেখা যায়। ব্র্যাভো নিজের সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও পোস্ট করেন।
8/9

এই অনুষ্ঠানে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা টিম ডেভিড উপস্থিত রয়েছেন।
9/9

উপস্থিত রয়েছেন এমআইয়ের আরেক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা স্যাম কারানও। অন্তত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে চারিদিকে তারকার ছয়লাপ, তা বলাই বাহুল্য।
Published at : 03 Mar 2024 11:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
