এক্সপ্লোর
KMC Election Firhad Hakim : ২০১৮-র ডিসেম্বরে মহানগরের মহানাগরিক হন ফিরহাদ, তিনি আজও ‘ঘরের ছেলে ববি'

২০১৮-র ডিসেম্বরে মহানগরের মহানাগরিক হন ফিরহাদ
1/10

চড়ছে পুরভোটের পারদ৷ প্রচারে নেমেছেন কলকাতার প্রাক্তন মেয়র, তৃণমূল নেতা ফিরহাদ হাকিমও।
2/10

২০১৮-র এই ডিসেম্বর মাসেই কলকাতা পুরসভার মেয়র নির্বাচিত হন ফিরহাদ হাকিম। তারপর মন্ত্রিত্বের সঙ্গে সঙ্গে সামলেছেন মেয়রের দায়িত্ব। পিছু তাড়া করে বেড়িয়েছে নানা বিতর্কও। ফিরহাদের চ্যালেঞ্জিং জব।
3/10

কলকাতায় যে ক’জন বিধায়ককে তৃণমূল নেত্রী পুরভোটে প্রার্থী করেছেন, তাঁদের অন্যতম ফিরহাদ হাকিম।
4/10

২০০০ সাল। প্রথমবার চেতলার ৮২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ফিরহাদ হাকিম।
5/10

এরপর দীর্ঘ ২ দশক ধরে এই ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন... দিনে দিনে দায়িত্বও বেড়েছে... কলকাতা পুরসভার কাউন্সিলর থেকে হয়েছেন বিধায়ক...মন্ত্রী...মেয়র...
6/10

এখনও তিনি আমজনতার হাতের নাগালে। প্রত্যয়ের সঙ্গে বলেন, কলকাতা শহরকে মমতার স্বপ্নের লন্ডন করব
7/10

লড়াই চতুর্মুখী। তবে ৮২ নম্বরের লড়াই নিয়ে নিশ্চিন্ত ‘ঘরের ছেলে’ ববি।
8/10

দীর্ঘ ২ দশক ধরে এই ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। শুধু নিজের ওয়ার্ডেই নয়, প্রচারে যাচ্ছেন অন্যান্য ওয়ার্ডেও।
9/10

৮২ নম্বর ওয়ার্ডে চতুর্মুখী লড়াই। ফিরহাদ হাকিমের প্রতিদ্বন্দ্বী CPI-এর পারমিতা দাশগুপ্ত। কংগ্রেস এই ওয়ার্ডে প্রার্থী করেছে অনিমেষ ভট্টাচার্যকে। বিজেপি প্রার্থী প্রতাপ সোনকার।
10/10

কর্মব্যস্ত রাজনীতিবিদ, তিনি একদিকে বিধায়ক, মন্ত্রিত্বের গুরুভার আছে। তিনি পুরভোটে জিতলে কি মেয়র হবেন? সে সিদ্ধান্ত তিনি 'দিদি'র উপরই ছেড়ে দিয়েছেন।
Published at : 16 Dec 2021 02:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
