এক্সপ্লোর
Lord Shiva: শ্রাবণ মাসে কী করলে খুশি হন শিব? মানবেন কী কী নিয়ম
Shiva: প্রাচীনকাল থেকেই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হিসেবে উল্লেখ করে আসছেন ঋষি-মুনিরা। এই মাসে ভক্তিভরে শিবের আরাধনা করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে মনে করেন সনাতন ধর্মে বিশ্বাসীরা।

শিবের পুজো (ছবি সৌজন্য- পিটিআই)
1/10

ধর্মীয় বিশ্বাস, শ্রাবণ মাসে নিয়মনীতি মেনে ভগবান শিবের পুজো করলে তাঁর কৃপা পাওয়া যায়। দূর হয় জীবনের সমস্ত বাধা ও দুঃখ। তাই শিব ভক্তরা অত্যন্ত ভক্তির সঙ্গে এই মাসটিতে নিজেদের আরাধ্যদের উপাসনা করেন।(ছবি সৌজন্য- পিটিআই)
2/10

যে কোনও সময়ের মতো শ্রাবণ মাসেও শিবকে খুশি করার সবথেকে সহজ উপায় হল শিব লিঙ্গে জল অর্পণ করা। তাই স্নানের পর পরিচ্ছন্ন কাপড় পরে শিব লিঙ্গে জল অর্পণ করুন। শিবের আশীর্বাদ পাবেন।(ছবি সৌজন্য- পিটিআই)
3/10

শাস্ত্র বর্ণিত নিয়ম অনুযায়ী, প্রথম শিব লিঙ্গে দুধ ও দই অর্পণ করুন। তারপর অর্পণ করুন পরিষ্কার জল। এক্ষেত্রে গঙ্গা জল অর্পণ করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন।(ছবি সৌজন্য- পিটিআই)
4/10

যে কোনও শুভ কাজের আগে গণেশের পুজো করা উচিত। তাই প্রথমে গণেশের পুজো করে শিবের আরাধনা করুন। পরে শিবের সঙ্গে পার্বতী ও গণেশের আরতি করার বিধান দিয়েছেন জ্যোতিষীরা। (ছবি সৌজন্য- পিটিআই)
5/10

পরিষ্কার জল নিবেদন করার পর শিব লিঙ্গে অর্পণ করুন চিনি, জাফরান, সুগন্ধি, দেশি গরুর ঘি, চন্দন ও মধু। এতে অত্যন্ত সন্তুষ্ট হন মহাদেব। পূর্ণ করেন ভক্তের মনের ইচ্ছা। (ছবি সৌজন্য- পিটিআই)
6/10

শাস্ত্র বলা হয়েছে, শ্রাবণ মাসে প্রতিদিন ভোর বেলা ঘুম থেকে উঠে স্নান করুন। তারপর পরিষ্কার কাপড় পরে বাড়িতে মন্দির থাকলে সেখানে প্রদীপ জ্বালান। মন্দির না থাকলে শিবের ছবি বা দেব-দেবীর ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে রাখুন।(ছবি সৌজন্য- পিটিআই)
7/10

প্রদীপ জ্বালানো হয়ে গেলে দেবাদিদেব মহাদেব ও বাড়িতে থাকা অন্যান্য দেব-দেবীকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন।(ছবি সৌজন্য- পিটিআই)
8/10

দুধ, দই ও জল অর্পণ করার পর শিব লিঙ্গে অর্পণ করুন ফুল। আকন্দ বা ধুতরা জাতীয় ফুল অর্পণ করতে পারলে খুব ভালো হয়। না হলে সাদা রঙের ফুল অর্পণ করুন। (ছবি সৌজন্য- পিটিআই)
9/10

নিয়ম মেনে দেবাদিদেব মহাদেবের পুজো ও আরতি করার পর সাত্ত্বিক জিনিস দিয়ে ভোগ তৈরি করে নিবেদন করুন শিব লিঙ্গের সামনে। এরপর করুন শিবের ধ্যান।(ছবি সৌজন্য - পিটিআই)
10/10

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য - পিটিআই)
Published at : 06 Jul 2024 07:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
