এক্সপ্লোর
ISRO XPoSat Launch: ইসরোর ডানায় ভর করে নতুন বছরের উড়ান! কেমন ছিল উৎক্ষেপণের মুহূর্ত?
ISRO Space Mission: আমেরিকার পর ভারতই দ্বিতীয় দেশ যে এই স্যাটেলাইটের উৎক্ষেপণ করছে।

নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

নতুন বছরের প্রথম দিনেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO)মুকুটে জুড়েছে নতুন পালক। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল 'এক্সপোস্যাট'।
2/10

১ জানুয়ারি, সোমবার সকাল ৯টা বেজে ১০ মিনিটে সফল উৎক্ষেপণ সারে ইসরোর এই অভিযানের। এটি দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট।
3/10

পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা PSLV রকেটে চাপিয়ে এক্সপোস্যাটকে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছে দিয়েছে। এর আগে ২০২১ সালে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করে নাসা।
4/10

আমেরিকার পর ভারতই দ্বিতীয় দেশ যে এই স্যাটেলাইটের উৎক্ষেপণ করছে। এক্সপোস্যাটের মাধ্যমে মহাকাশে X-Ray-র উৎস সন্ধান করা হবে।
5/10

ব্ল্যাক হোল (Black Hole) বা কৃষ্ণগহ্বর সম্পর্কে গবেষণা নতুন দিশা পেতে পারে যদি ইসরোর এই অভিযানের মাধ্যমে আরও তথ্য হাতের মুঠোর আসে।
6/10

মহাকাশে ব্ল্যাক হোলের উপস্থিতি, সন্ধান ও উৎসের তথ্য জোগাড় করার চেষ্টা করবে ইসরো এক্সপোস্যাট। এর মাধ্যমে কোথায় কোথায় ব্ল্যাক হোলস রয়েছে, তার সন্ধানও মিলতে পারে।
7/10

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই অভিযানের মাধ্যমে মিলতে পারে নতুন ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ঠিকানাও। এছাড়া মহাকাশে ৫০টিরও বেশি উজ্জ্বলতম শক্তির উৎসকে পর্যবেক্ষণ করার কথা ইসরো-র নতুন মহাকাশযান এক্সপোস্যাটের।
8/10

ইসরোর এই মহাকাশযান সফল উৎক্ষেপণের পরে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। X হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'আমাদের বিজ্ঞানীদের জন্য ২০২৪ সালের শুরুটা ভাল হল। মহাকাশ গবেষণা ক্ষেত্রে ভাল খবর এটি।'
9/10

ইসরোর XPoSat-এ দুটি পে-লোড রয়েছে। তার মধ্যে রয়েছে X ray Polarimeter (POLIX এবং X ray Spectroscopy and Timing (XSPECT)।
10/10

এই দুটি পে-লোড তৈরি করেছেন বেঙ্গালুরুতে ভারতের রামন রিসার্চ ইন্সটিটিউট এবং UR Rao Satellite Centre
Published at : 01 Jan 2024 04:32 PM (IST)
\
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
