এক্সপ্লোর
Sachin & Anjali Anniversary: সচিন-অঞ্জলির ২৬ তম বিবাহবার্ষিকী, কেমন ছিল শুরুর দিনগুলো?

ফাইল ছবি
1/6

দেখতে দেখতে একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তাঁরা। আজ ২৬ বছরের বিবাহবার্ষিকী সচিন ও অঞ্জলির। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। ফ্যান ক্লাব থেকে বিরাট কোহলি, মাস্টার ব্লাস্টারকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সকলেই।
2/6

শুরুটা কীভাবে হয়েছিল? এ যেন খানিকটা রূপকথার গল্প। ১৯৯০ সালে এক বিমান বন্দরে প্রথম দেখেন অঞ্জলিকে, এরপর বন্ধুত্ব আর প্রেম। এক সাক্ষাৎকারে এই কথা গুলি জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার।
3/6

প্রায় ৫ বছর ধরে চলে সচিন অঞ্জলির প্রেম ১৯৯৪ সালে আংটি বদল পর্ব শেষ হয় নিউজিল্যান্ডে, তার এক বছর বাদে ১৯৯৫ সালের ২৫ মে বিয়ে হয় তাঁদের, বিয়ের আসর বসেছিল মুম্বইতে।
4/6

২৫ বছরের বিবাহবার্ষিকীতে স্ত্রীকে খুশি করতে নিজের হাতে অঞ্জলির জন্য কুলফি তৈরি করেন সচিন। কুলফি তৈরির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্ত্রীকে চমক দেওয়া কথা মাস্টার ব্লাস্টার জানিয়েছিলেন।
5/6

এক সাক্ষাৎকারে অঞ্জলি বলেছিলেন, ফোনে কথা বলার পর সচিনের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি গিয়েছিলেন অঞ্জলি। সাংবাদিক পরিচয় দিয়েই সচিনের বাড়ি গিয়েছিলেন তিনি।
6/6

একটি মজার ঘটনাও ভাগ করেছিলেন সচিন। ১৯৯২ সাল, ক্রিকেট দুনিয়ায় পরিচিত মুখ সচিন। রাস্তায় বেরোলে লোকে তাঁকে চিনে ফেলবে এই ভয়ে সর্দার সেজে অঞ্জলিকে নিয়ে 'রোজা' দেখতে গিয়েছিলেন তিনি। এমনই সব হাসি-মজায় ভরা তাঁদের সংসার। বিবাহবার্ষিকী ফের উস্কে দিল স্মৃতি।
Published at : 25 May 2021 09:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
