এক্সপ্লোর
IPL Retention 2025: শ্রেয়স নন, কেকেআরের রিটেনশন পরিকল্পনায় আইপিএলজয়ী অধিনায়কের থেকে এগিয়ে অন্য় পাঁচ তারকা!
Kolkata Knight Riders: কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ারের কাছেও অন্য ফ্র্য়াঞ্চাইজির বিরাট অঙ্কের প্রস্তাব রয়েছে বলে খবর।

চ্যাম্পিয়ন করিয়ে দল বাদ পড়বেন শ্রেয়স! (ছবি: আইপিএল)
1/10

এক দশকেরও অধিক সময় পর কেকেআরের ট্রফি জয়ের খরা কেটেছে তাঁর হাত ধরে।
2/10

তবে নাইট শিবির আদৌ দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিটেন করবে কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।
3/10

শ্রেয়স গত মরশুমে কেকেআরের হয়ে ১৪ ইনিংসে ১৪৬-র অধিক স্ট্রাইক রেট নিয়ে ৩৫১ রান করেছেন শ্রেয়স।
4/10

আইপিএলের রিটেনশন নিয়ম অনুযায়ী মোট পাঁচজনকে রিটেন করতে পারবে কেকেআর এবং সেই তলিকায় নাকি প্রথম পাঁচে নেই শ্রেয়স।
5/10

শোনা যাচ্ছে কেকেআরের হয়ে বছরের পর বছর ধরে পারফর্ম করে চলা দুই বিদেশিকে রিটেন করা হবে।
6/10

সেই দুই তারকা আর কেউ নন, ক্যারিবিয়ান তারকাদ্বয় সুনীল নারিন ও আন্দ্রে রাসেল।
7/10

এছাড়া তিন ভারতীয় তারকা রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তী ও সদ্য জাতীয় টেস্ট দলে ডাক পাওয়া হর্ষিত রানা নাইটদের প্রথম পাঁচ পছন্দ।
8/10

কেকেআরের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নাকি অন্য ফ্র্যাঞ্চাইজি থেকেও বড় প্রস্তাব দেওয়া হয়েছে।
9/10

এই তারকারা ছাড়াও নাইট শিবিরে ফিল সল্ট, মিচেল স্টার্কে, বেন স্টোকসের মতো তারকারা রয়েছেন।
10/10

তাই কেকেআরের পাঁচ রিটেনশন নির্ধারণ করা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। ছবি:পিটিআই/আইপিএল
Published at : 29 Oct 2024 08:28 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
