এক্সপ্লোর
IPL 2024: চিপকে ফের খেতাব উঠল কেকেআরের হাতে, আইপিএল ২০২৪-র সেরা খেলোয়াড়, উদীয়মান ক্রিকেটার হলেন কারা?
Kolkata Knight Riders ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে আট উইকেটে হারিয়ে আইপিএল ২০২৪-এ খেতাব জিতল কলকাতা নাইট রাইডার্স।

তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর (ছবি: পিটিআই)
1/9

আইপিএলের ১৭তম সংস্করণের বিজেতা হল কলকাতা নাইট রাইডার্স। একপেশে ফাইনালে ৫৭ বল বাকি থাকতে আট উইকেটে ম্য়াচ জিতে তৃতীয় আইপিএল ট্রফি ঘরে তুলল কেকেআর।
2/9

গোটা মরশুম দুরন্ত খেলেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। তবে ফেয়ার প্লে পুরস্কার জিতল প্যাট কামিন্সের দল। পাশাপাশি সেরা মাঠও নির্বাচিত হল নিজামের শহরের উপ্পলই।
3/9

নিজের জন্মদিনের দিন আইপিএল ফাইনাল জয়ী সুনীল নারাইনকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে। ৪৮৮ রান করার পাশাপাশি টুর্নামেন্টে ১৭টি উইকেট নিয়েছেন তিনি।
4/9

৩৩.৬৭ গড়ে ৩০৩ রান ও তিনটি উইকেট নীতীশ রেড্ডিই হলেন সেরা উদীয়মান ক্রিকেটার। তাঁর দল ফাইনাল হারলেও, সদ্য ২১-এ পা দেওয়া তরুণ যে এ মরশুমে নিজের পারফরম্যান্সে সকলকে মুগ্ধ করেছেন, তা বলাই বাহুল্য।
5/9

এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল। তবে ফের একবার অরেঞ্জ ক্যাপ জিতলেন বিরাট কোহলি। আরসিবি মহাতারকা টুর্নামেন্টে সর্বাধিক ৭৪১ রান করেছেন।
6/9

দ্বিতীয়বারের জন্য টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারি হিসাবে পার্পল ক্যাপজয়ী হলেন হর্ষল পটেল। তিনি মোট ২৪টি উইকেট নিয়েছেন এবারের আইপিএলে।
7/9

দিল্লি ক্যাপিটালসের নিজের প্রথম আইপিএলেই সাড়া জাগিয়েছেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। তরুণ অজি ২৩৪.০৪ স্ট্রাইক রেটে রান করে সুপার স্ট্রাইকার পুরস্কার জিতলেন।
8/9

আরেক তরুণ তুর্কি অভিষেক শর্মা টুর্নামেন্ট সর্বোচ্চ ৪২টি ছয় মেরে সুপার সিক্সেস পুরস্কার পকেটে ভরলেন। এক মরশুমে ভারতীয় হিসাবে তিনিই সর্বকালের সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন।
9/9

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পিছনে ছুটে গিয়ে কুলকার্নির এক অনবদ্য ক্যাচ ধরেছিলেন রামনদীপ সিংহ। সেই ক্যাচটিকেই টুর্নামেন্টের সেরা ক্যাচের পুরস্কার দেওয়া হল। ছবি সৌজন্যে: পিটিআই
Published at : 27 May 2024 05:19 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
