এক্সপ্লোর
Super Cup Derby: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা? রেকর্ড কী বলছে?
East Bengal vs Mohun Bagan: ম্যাচের ফয়সালা হলে জয়ী দল বেশি পয়েন্ট পেয়ে স্বাভাবিক নিয়মেই শেষ চারে পৌঁছে যাবে। কিন্তু ড্র হলে গোলসংখ্যায় এগিয়ে থেকে সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে যাবে ইস্টবেঙ্গলই।

East Bengal vs Mohun Bagan
1/13

শুক্রবার ভুবনেশ্বরে ধুন্ধুমার লড়াই। কলিঙ্গ সুপার কাপে মুখোমুখি ভারতীয় ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী - ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট।
2/13

কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup) সেমিফাইনালে উঠবে কারা, মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG) না ইস্টবেঙ্গল এফসি (EBFC), তার ফয়সালা হয়ে যাবে শুক্রবার সন্ধ্যায় এই দুই দলেরই দ্বৈরথে।
3/13

তবে মোহনবাগানের সামনে যেমন জয় ছাড়া শেষ চারে যাওয়ার আর কোনও রাস্তা নেই, ইস্টবেঙ্গলের সামনে এই ম্যাচ ড্র করেও শেষ চারে যাওয়ার রাস্তা খোলা আছে।
4/13

সুপার কাপ লিগ টেবলে দুই দলেরই পয়েন্ট সংখ্যা সমান (৬)। দুই দলের গোলপার্থক্যও সমান (২)। তফাৎ শুধু একটা জায়গাতেই এবং তা গোলসংখ্যায়।
5/13

ইস্টবেঙ্গল যেখানে পাঁচ গোল দিয়ে তিন গোল খেয়েছে, সেখানে মোহনবাগান চার গোল দিয়ে দুই গোল খেয়েছে। একটি গোল বেশি দেওয়ার কারণেই শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এক ধাপ এগিয়ে থেকে নামছে লাল-হলুদ শিবির।
6/13

শুক্রবার হার-জিতের ফয়সালা হলে জয়ী দল বেশি পয়েন্ট পেয়ে স্বাভাবিক নিয়মেই শেষ চারে পৌঁছে যাবে। কিন্তু ম্যাচ ড্র হলে গোলসংখ্যায় এগিয়ে থেকে সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে যাবে ইস্টবেঙ্গলই।
7/13

দুই দলের দ্বৈরথের ইতিহাস বলছে, ইস্টবেঙ্গল ও মোহনবাগান এখনও পর্যন্ত খেলেছে মোট ৩৬৯টি ম্যাচ।
8/13

তার মধ্যে ১৪০টি ম্যাচে জিতেছে ইস্টবেঙ্গল।
9/13

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মোহনবাগান জিতেছে ১২৮টি ম্যাচ।
10/13

১২৬টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।
11/13

তবে দুই প্রধানের শেষ সাক্ষাতে শেষ হাসি হেসেছিল সবুজ-মেরুন শিবিরই।
12/13

সেটা ছিল ডুরান্ড কাপের ফাইনাল। ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান।
13/13

ভুবনেশ্বরে শেষ হাসি কাদের জন্য তোলা রয়েছে? ছবি - EBFC ও MBSG
Published at : 19 Jan 2024 10:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
