এক্সপ্লোর
BAN vs NED Exclusive: ইডেনে ব্যাঘ্রগর্জনের প্রার্থনা, কলকাতায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের ভিড়
Tamim Iqbal: প্রিয় দলকে সমর্থন করতে পদ্মাপারের প্রচুর মানুষ এসেছেন কলকাতায়। বিশ্বকাপের মাঝে যাঁরা হাহুতাশ করছেন তামিম ইকবালের অনুপস্থিতি নিয়ে।

Bangladesh Cricket Fan
1/10

বিশ্বকাপ (ODI World Cup) মধ্যগগনে। কিন্তু কলকাতায় কাপ-বোধন শনিবার। লক্ষ্মীপুজোর দিন। কারণ, চলতি বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রথম ম্যাচ এদিনই। মুখোমুখি বাংলাদেশ-নেদারল্য়ান্ডস (Ban vs Ned)।
2/10

প্রিয় দলকে সমর্থন করতে পদ্মাপারের প্রচুর মানুষ এসেছেন কলকাতায়। বিশ্বকাপের মাঝে যাঁরা হাহুতাশ করছেন তামিম ইকবালের অনুপস্থিতি নিয়ে।
3/10

বাংলাদেশের বিশ্বকাপের দলে সুযোগ পাননি তামিম। যা নিয়ে বিতর্কে তোলপাড় হয়েছিল ওপার বাংলা। তামিম তোপ দেগেছিলেন, তাঁকে ঘুরিয়ে কার্যত বাদ দেওয়া হয়েছে।
4/10

বিশ্বকাপে তাঁকে সব ম্যাচে খেলানো হবে না, তা নাকি ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। হতাশায় অবসর ঘোষণা করেন তামিম। যা নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দেন শাকিব আল হাসান। বলেন, শিশুসুলভ আচরণ করছেন তামিম।
5/10

শনিবার ইডেনে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটপ্রেমীদের হাতে তামিম ইকবালের ছবি, পোস্টার, ফেস্টুন। সব লেখার নির্যাস একই, তামিমের অভাব অনুভব করছে বাংলাদেশ।
6/10

মুশফিকুর রহিমের ভক্ত নীতি। ঢাকা থেকে কলকাতায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন করতে। পরনে মুশফিকুরের ১৫ নম্বর জার্সি। সবুজ জার্সির পিছনে নিজের নাম খোদাই করা। বলছিলেন, 'তামিম ইকবালকে মিস করছি। আপনাকে ভালবাসি তামিম।'
7/10

নীতি আরও বললেন, 'ট্রেনে করে একসঙ্গে প্রচুর সমর্থক এসেছি। বাংলাদেশের ক্রিকেট ভালবাসি। আশা করছি ভাল ম্যাচ খেলব। পাকিস্তানের বিরুদ্ধেও জিততে হবে। শুরুটা ভাল হয়েছিল আমাদের। আফগানিস্তানের বিরুদ্ধে জিতেছিলাম। তবে মাঝপথে খেই হারিয়েছিলাম। সকলে প্রার্থনা করবেন যাতে বাকি চার ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।'
8/10

ঢাকা থেকে এসেছেন রাজন। হাতের পোস্টারে তামিমের ছবি। সঙ্গে লেখা, 'আমাকে মনে রাখবেন, ভুলে যাবেন না।' বলছিলেন, 'বাংলাদেশের ৯৯ শতাংশ মানুষ তামিম ভাইয়ের অভাব অনুভব করছি। তামিম ভাই থাকলে দলে অনেক ভারসাম্য থাকত। দীর্ঘ অভিজ্ঞতা। ওঁর কোনও বিকল্প নেই।' যোগ করলেন, 'কলকাতায় অনেক বাঙালি থাকেন। আমরাই এখানকার সমর্থন পাব। ইনশাল্লাহ জিতব।'
9/10

ঢাকা থেকে এসেছেন রবিন। গোটা শরীরে বাংলাদেশের পতাকার রং। তাঁর গলাতেও তামিমকে নিয়ে হাহুতাশ। বললেন, 'তামিম ভাই থাকলে এই দলের চেহারাই বদলে যেত। তবে বাংলাদেশ হারুক-জিতুক, পাশে আছি। ক্রিকেটপ্রেমী মানুষ আমরা। শেষ চারের আশা এখনও ছাড়ছি না।'
10/10

ঢাকায় একটি ওষুধের কোম্পানিতে ফার্মাসিস্ট শারমিন আখতার অ্যানি। ছুটি নিয়ে ভারতে এসেছেন। কিছু কাজের পাশাপাশি ইডেন গার্ডেন্সে শাকিবদের দুটি ম্যাচও দেখবেন। বলছিলেন, 'আমরা গতকাল ৭ জন এসেছি। আরও কয়েকজন আসছে আজই।বাংলাদেশ কলকাতায় খেলছে, আসলে এটা খুব আনন্দের জিনিস। বলা হয় দুই বাংলা। কলকাতার মানুষের মধ্যে বাংলাদেশের জয়ের জন্য উন্মাদনা কাজ করছে। দল হিসাবে ভাল খেলবে বাংলাদেশ, আমি নিশ্চিত। তবে তামিম থাকলে আরও শক্তিশালী হতো আমাদের ব্যাটিং।'
Published at : 28 Oct 2023 04:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
