এক্সপ্লোর
Virat Kohli Pic Viral: শততম টেস্টে নামার আগে সারমেয়র সঙ্গে একান্তে বিরাট

সারমেয়র সঙ্গে বিরাট
1/9

কাল শততম টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলি। মোহালিতে নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে প্রাক্তন ভারত অধিনায়ক
2/9

কিন্তু তার আগে একেবারে ভিন্ন মেজাজে, ভিন্ন রুপে দেখা গেল কোহলিকে। সারমেয়র সঙ্গে সময় কাটালেন তিনি।
3/9

টি-টোয়েন্টি সিরিজে দেখা যায়নি বিরাটকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের মাঠে প্রত্যাবর্তন করছেন তিনি।
4/9

বরাবরই সারমেয় প্রেমী বিরাট। নিজেও পোষ্য রেখেছেন বাড়িতে। এই অবলা জীবদের জন্য় তাঁর ভালবাসা বারবার দেখা গিয়েছে।
5/9

মাঠে আগ্রাসী হলেও মাঠের বাইরে একেবারে অন্যরকম বিরাট। লঙ্কা বাহিনীর বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনে এই ছবি ভাইরাল হয়েছিল।
6/9

এবার বিরাটের ফাউন্ডেশন এই অবলা জীবদের জন্য নতুন উদ্যোগ নিল। এক বেসরকারি সংস্থা যাঁরা সারমেয়দের পশুস্বাস্থ্য নিয়ে কাজ করে।
7/9

বিরাট কোহলি ফাউন্ডেশনের তরফে সেই সংস্থার হাতে অ্য়াম্বুলেন্স তুলে দেওয়া হল। সেই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন কিং কোহলি নিজে।
8/9

ভবিষ্যতেও কীভাবে কাজ করবে বিরাটের ফাউন্ডশেন, তা নিয়েও অনেকক্ষণ আলোচন হয় ২ পক্ষের মধ্যে।
9/9

একটি সারমেয়র সঙ্গে ছবিও তুলতে দেখা গিয়েছে বিরাটকে। তিনি ও অনুষ্কা ২ জনেই এই বিষয়ে ভীষণভাবে সংবেদনশীল।
Published at : 03 Mar 2022 02:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
আইপিএল
ক্রিকেট
জেলার
Advertisement
ট্রেন্ডিং
