লোহায় জং ধরে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা। শুনলে মোটেই অস্বাভাবিক মনে হয় না। কিন্তু যদি জানা যায়, লোহায় জং ধরার জন্য প্রতি বছর ভারতে ১০০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়, তাহলে চোখ কপালে ওঠা অস্বাভাবিক নয়
2/5
হিন্দুস্তান জিঙ্ক লিমিটেডের সিইও সুনীল দুগ্গল লোহায় জং নিয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন
3/5
সুনীল বলেছেন, ভারতের জিডিপি এখন ২০০০ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু লোহায় জং ধরার জন্য জিডিপি-তে ৪-৫ শতাংশ ক্ষতি হচ্ছে। এই সমস্যা মেটাতে পারলে জিডিপি বাড়বে
4/5
সুনীল চাইছেন, ভারতেও লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া বাধ্যতামূলক করা হোক। এর ফলে শুধু আর্থিক ক্ষতিই বাঁচবে না, লাভের মুখও দেখা যাবে
5/5
সুনীলের মতে, লোহার উপর যদি দস্তার প্রলেপ দেওয়া হয়, তাহলে জং ধরার ফলে এই বিপুল ক্ষতি ঠেকানো যাবে। ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে সেতু, রাস্তাঘাট, রেলস্টেশন, বিমানবন্দর সহ বিভিন্ন নির্মাণে লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে লোহা মজবুত থাকছে