ইন্সপেক্টররা জানিয়েছেন, জলে দ্রবীভূত অক্সিজেনের হার অত্যন্ত কমে যাওয়ায় এভাবে মাছেদের মড়ক লেগেছে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ গরমের পর তাপমাত্রা অনেকটা কমে যাওয়াতেই অক্সিজেনের পরিমাণ কমেছে। Image: Twitter @pdjmoo
2/6
অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য দিয়ে বইছে কয়েক হাজার কিলোমিটারের মুরে-ডার্লিং রিভার সিস্টেম। এরই অঙ্গ ডার্লিং নদী। সংবাদসংস্থা আধিকারিকদের উদ্ধৃত করে জানিয়েছে, আগামী দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। তারওপর বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই। সেজন্য আগামী দিন ও সপ্তাহগুলিতে মাছেদের মড়ক অব্যাহত থাকতে পারে। Image: Twitter @pdjmoo
3/6
নিউ সাউথ ওয়েলসের প্রাইমারি ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টের ইন্সপেক্টররা ঘটনাস্থলে যান এবং তাঁরা জানিয়েছেন, শয়ে শয়ে মাছ মারা গিয়েছে। Image: Twitter @margokingston1
4/6
ডার্লিং নদীর আশেপাশের বাসিন্দারা ঝাঁকে ঝাঁকে মৃত মাছ দেখে আঁতকে উঠেছিলেন। নদীর তীরে জলে ভাসতে মরা মাছ। অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বের মেননিডি শহরের নিকটবর্তী একালায় যেন সাদা কার্পেটের মতো একটা আস্তরণ নদীর জলে ভাসছে। Image: Twitter @KirstiMiller30
5/6
কয়েক সপ্তাহ আগেই মড়কের শিকার হয়েছিল কয়েকলক্ষ মাছ। এই ঘটনায় বাস্তুতান্ত্রিক বিপর্যয়ের আশঙ্কা প্রবল হয়েছিল। (Photo by ROBERT GREGORY / ROBERT GREGORY / AFP)
6/6
গত কয়েকদিনে খরা-পীড়িত অস্ট্রেলিয়ায় মারা গেল ঝাঁকে ঝাঁকে মাছ। আগামী দিনে মত্স্যকুলের এই গণমৃত্যু অব্যাহত থাকতে বলে সতর্ক করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। (Photo by ROBERT GREGORY / ROBERT GREGORY / AFP)