Aditya L1: সূর্যের গায়ে এ কীসের দাগ? সৌরজগতের অধিপতির বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্য
Sun Image By Aditya L1: বিভিন্ন সায়েন্টিফিক ফিল্টার ব্যবহার করে সুইট ছবিগুলো তুলেছে বলে বিবৃতিতে জানিয়েছে ইসরো।
কলকাতা: এতদিন আমরা সূর্যের (Sun) যে ছবি দেখে এসেছি এবার সেখানে বড় চমক দিল ভারতীয় সৌরযান আদিত্য (Aditya L1)। সূর্যের 'অন্যরকম' ছবি তুলে তাক লাগিয়ে দিল ইসরোর (ISRO) পাঠানো মহাকাশযান। মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ এসব ছবি প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে বলা হয়েছে আল্ট্রাভায়োলেন্ট (Ultraviolent) ওয়েভলেন্থের (Wave Length) মাধ্যমে সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ ব্যবহার করে ছবিগুলি তোলা হয়েছে।
ইসরোর তরফে বলা হয়েছে, ‘এরমাধ্যমে সূর্যের আলোকময় বহিরাবরণ (Photosphere) এবং বর্ণমণ্ডলের (Chromosphere) জটিল বিস্তারিত তথ্য পাওয়া গেছে।’ আদিত্য-এল ১ মহাকাশযানে ‘দ্য সোলার আল্ট্রাভায়োলান্ট ইমাজিং টেলিস্কোপ’ সুইট নামের একটি টেলিস্কোপ ক্যামেরা বসানো আছে। এটিই সূর্যের ২০০ থেকে ৪০০ এনএম ওয়েভলেন্থের (মধ্যবর্তী ব্যবধান) মাধ্যমে ছবিগুলো তৈরি করেছে। বিভিন্ন সায়েন্টিফিক ফিল্টার ব্যবহার করে সুইট ছবিগুলো তুলেছে বলে বিবৃতিতে জানিয়েছে ইসরো।
ছবিগুলোতে সূর্যের দাগ ও সূর্যের বেশ কিছু অদেখা অঞ্চলের ছবি ধরা পড়েছে। সুইটের সূর্য পর্যবেক্ষণ করার বিষয়টি বিজ্ঞানীদের ‘সূর্যের গতিশীল চুম্বকীয় বায়ুমণ্ডল’ এবং ‘বিশ্বমণ্ডলের ওপর সৌর বিকিরণ আটকাতে আঁটোসাঁটো বাধা স্থাপনের’ বিষয়ের গবেষণায় সহায়ক হবে বলেও জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
আরও পড়ুন, ইসরোর মুকুটে ফের নয়া পালক, চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীতে ফিরল চন্দ্রযানের একটি অংশ
Aditya-L1 Mission:
— ISRO (@isro) December 8, 2023
The SUIT payload captures full-disk images of the Sun in near ultraviolet wavelengths
The images include the first-ever full-disk representations of the Sun in wavelengths ranging from 200 to 400 nm.
They provide pioneering insights into the intricate details… pic.twitter.com/YBAYJ3YkUy
আদিত্য-এল ১ ভারতের প্রথম মহাকাশভিত্তিক পর্যবেক্ষণাগার। এটি হ্যালো কক্ষপথ থেকে ‘সূর্যের প্রথম সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জিয়ান কেন্দ্র (এল-১)’ কাছ থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে। এই কক্ষপথটি পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। আদিত্য-এল ১ মহাকাশযানটি গত ২ সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
কক্ষপথে পৌঁছনোর পর গত ২০ নভেম্বর সুইট নামের যন্ত্রাংশটি (টেলিস্কোপ) সচল করা হয়। সফল পরীক্ষা-নিরীক্ষার পর গত ৬ ডিসেম্বর প্রথম ‘লাইট সাইন্স ইমেজ’ তুলে পাঠায়।