(Source: ECI/ABP News/ABP Majha)
Rohit Sharma: ''প্রিয় জার্সিতে ১৫ বছর'', বিশেষ দিনে বিশেষ পোস্ট রোহিতের
Rohit Sharma Post: ২০০৭ সালের আজকের দিনেই ভারতের জার্সিতে প্রথম ম্য়াচ খেলতে নেমেছিলেন রোহিত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল হিটম্য়ানের।
লন্ডন: প্রথমবার ইংল্যান্ডের মাটিতে জাতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক (Captain) হিসেবে মাঠে নামবেন। আগামী ১ তারিখ থেকে স্টোকস (Ben Stokes) বাহিনীর বিরুদ্ধে রোহিত শর্মার নেতৃত্বে সাদা পোশাকের লড়াই শুরু ভারতের। আর তার আগেই নিজের বিশেষ দিনটিতে আবগঘন পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক (Indian Cricket Team Captain)। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর অতিক্রান্ত করে ফেললেন হিটম্যান। উল্লেখ্য, ২০০৭ সালের ২৩ জুনই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে জাতীয় দলের জার্সিতে প্রথমবার খেলতে নেমেছিলেন রোহিত।
বিশেষ দিনে বিশেষ পোস্ট হিটম্যানের
নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন রোহিত। সেখানে তিনি লিখেছেন, ''প্রিয় জার্সিতে ১৫ বছর কাটিয়ে ফেললাম। সবাইকে জানিয়ে রাখি, আজকের দিনেই ১৫ বছর আগে প্রথমবার ভারতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলেছিলাম আমি। অসাধারণ একটা সফর। সারাজীবন আমি এই সফরটা মনে রাখব। উপভোগ করব।''
তিনি আরও লেখেন, ''আমার এই সফরের পথে যাঁরা যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ। আমার ক্রিকেটার হয়ে ওঠার জন্য যাঁরা সাহায্য করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানাতে চাই।'' ভারতীয় ক্রিকেট সমর্থক, দর্শকদেরও দলের পাশে থাকার জন্য ধন্য়বাদ জানিয়েছেন হিটম্যান।
View this post on Instagram
উল্লেখ্য়, আজ থেকে লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন রোহিত, বিরাটরা। ইংল্যান্ডে একটি টেস্ট, তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।