(Source: ECI/ABP News/ABP Majha)
Ashes 2023: চতুর্থ দিনের শেষে ১০৭/৩ বোর্ডে তুলল অস্ট্রেলিয়া, ম্যাচ জিততে চাই আরও ১৭৪
AUS vs ENG: ক্রিজে আছেন উসমান খাওয়াজা (৩৪)। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসেও বাঁহাতি অজি ওপেনার দলকে ভরসা জোগাচ্ছেন।
ব্রিসবেন: অ্যাশেজের প্রথম টেস্ট রোমাঞ্চ বেড়ে গেল। পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন আরও ১৭৪ রান। অন্যদিকে ইংল্যান্ডের দরকার অজিদের ৭ উইকেট। চতুর্থ দিনের শেষে ২৮১ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান বোর্ডে তুলে নিয়েছে প্যাট কামিন্সের দল। ক্রিজে আছেন উসমান খাওয়াজা (৩৪)। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসেও বাঁহাতি অজি ওপেনার দলকে ভরসা জোগাচ্ছেন। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন নাইটওয়াচম্য়ান স্কট বোল্যান্ড। তিনি ১৩ রান করে অপরাজিত রয়েছেন।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৯৩/৮ স্কোরে ডিক্লেয়ার ঘোষণা করে দিয়েছিল। জো রুট সেঞ্চুরি করেছিলেন। অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন জনি বেয়ারস্টো। অজি বোলারদের মধ্যে নাথান লায়ন সর্বোচ্চ ৪ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে খাওয়াজার সেঞ্চুরি ও অ্যালেক্স ক্যারির অর্ধশতরানের ওপর ভর করে বোর্ডে ৩৮৬ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। ব্রড ও রবিনসন ৩টি করে উইকেট নেন। ১টি উইকেটই পান জেমন অ্যান্ডারসন। তবে তারা অল আউট হয়ে গিয়েছিল। এগিয়ে থেকে দ্বিতীয় ইনংসে ব্য়াট করতে নেমে ২৭৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ রান করেন রুট। তিনি ৪৬ রানের ইনিংস খেলেন। ৪৬ রান করেন হ্যারি ব্রুক। প্যাট কামিন্স এই ইনিংসে অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন।
ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সামনে ২৮১ রানের লক্ষ্যমাত্রা রাখে। চতুর্থ দিনে উসমান খাওয়াজা ও ডেভিড ওয়ার্নার মিলে ভালই শুরু করেছিলেন অজি ইনিংসের। কিন্তু ব্যক্তিগত ৩৬ রানের মাথায় রবিনসনের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন ওয়ার্নার। রান পাননি স্মিথ ও লাবুশেন। প্রথম জন ৬ রান করেন। দ্বিতীয় জন ১৩ রান করেন। আজ শেষদিনে খাওয়াজার ব্যাট থেকে একটা বড় ইনিংস চাইবে অজি বাহিনী। অন্যদিকে ইংল্য়ান্ডের ২ পেস ব্যাটারি অ্যান্ডারসন ও ব্রডের অভিজ্ঞতা প্লাস পয়েন্ট ব্রিটশদের। শেষ দিনে এজবাস্টনে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কাউন্টিতে রাহানে
সদ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৮ মাস পরে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ম্যাচে ভারতীয় দল পরাজিত হলেও, দুই ইনিংসে যথাক্রমে ৮৯ ও ৪৬ রান করে সকলকেই প্রভাবিত করেছিলেন রাহানে। সেই ফাইনালের পর ফের একবার ইংল্যান্ডে খেলতে দেখা যাবে রাহানেকে। অবশ্য জাতীয় দলের হয়ে নয়, তিনি খেলবেন কাউন্টি ক্রিকেটে। তিনি কাউন্টির ডিভশন টু-তে লেস্টারশায়ারের (Leicestershire) হয়ে মাঠে নামবেন। বছরের শুরুতে জানুয়ারি মাসেই রাহানে লেস্টারশায়ারের হয়ে সই করেছিলেন। জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কাউন্টি দলের হয়ে আটটি প্রথম শ্রেণির ম্যাচ ও ইংল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টের গোটাটায় তাঁর খেলার কথা ছিল। তবে ভারতীয় দলের হয়ে ডাক পাওয়ায় তিনি লেস্টারের হয়ে খেলতে পারেননি। আইপিএলের পর সরাসরি লেস্টারের দলে যোগ দিতে না পারলেও, তাঁকে কাউন্টি দলের হয়ে খেলতে দেখা যাবে।