CWC 2023: বিশ্বকাপে তিন না চার, কত নম্বরে ব্যাটিং করা উচিত কোহলির? মতামত জানালেন ডিভিলিয়ার্স
Virat Kohli: ওয়ান ডেতে চারে নেমে ৯০.৬৬ স্ট্রাইক রেট ও ৫৫.২১ গড়ে রান করেছেন বিরাট কোহলি। সাতটি শতরানও রয়েছে তাঁর।
নয়াদিল্লি: আর মাত্র মাস দেড়েকের অপেক্ষা, তারপরেই ভারতের মাটিতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের (CWC 2023) আসর। ইতিমধ্যেই বিশ্বকাপ ঘিরে শুরু হয়ে চড়ছে উত্তেজনার পারদ। বিশ্বকাপের আগে ভারতীয় দলের (Team India) মিডল অর্ডার আরও বেশি ভাল করে বলতে গেলে দলের চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে উদ্বেগ দলের সমর্থকদের মধ্যে। প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) মনে করছেন বিরাট কোহলি (Virat Kohli) ভারতের চার নম্বর ব্যাটিং পজিশনের জন্য উপযুক্ত বিকল্প হতে পারে।
বিগত কয়েক বছরে শ্রেয়স আইয়ার ধারাবাহিকভাবে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে চার নম্বরে ব্যাট করেছেন। কেএল রাহুলকেও মাঝেসাঝে সেখানে ব্যাট হাতে নামতে দেখা গিয়েছে। তবে দুই তারকাই দীর্ঘদিন ধরে চোটের জেরে মাঠের বাইরে ছিলেন। এশিয়া কাপেই তাঁদের জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানোর কথা। রাহুল তো আবার এশিয়া কাপের আগেই নতুন করে চোটের কবলে পড়েছেন। সেই কারণেই ভারতীয় দলের সমর্থকরা খানিকটা চিন্তিতই। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়র মতে প্রয়োজনে বিশ্বকাপে কোহলিকে চার নম্বরে খেলানো যেতে পারে। এবার একই সুরে কথা বললেন কোহলির প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সতীর্থ ডিভিলিয়ার্সও।
দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি বলেন, 'ভারতের হয়ে চার নম্বরে কে ব্যাট করবে, সেই নিয়ে এখনও আলাপ আলোচনা চলছে। বিরাট সেই পজিশনে খেলতে পারে বলেও শুনতে পেলাম। এমনটা হলে কিন্তু ভালই হবে মনে হয়। আমার মতে বিরাট চার নম্বরের জন্য একদম সঠিক। ও ইনিংস গড়তেও পারে এবং প্রয়োজনে মিডল অর্ডারে একাধিক ভূমিকা পালন করতে পারে। আমি জানি না ও সেটা ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করবে কি না, কারণ ও তিনে ব্যাট করা পছন্দ করে। তবে দিনের শেষে দলের প্রয়োজনে যদি কিছু করতে হয়, কোনও ভূমিকা পালন করতে হয়, তাহলে সেট মেনে নিয়েই নিজের সেরাটা দিতে হবে।'
ওয়ান ডেতে চার নম্বরে ব্যাটিং করে কোহলির রেকর্ড কিন্তু একেবারেই মন্দ নয়। 'কিংগ কোহলি' চারে নেমে ৯০.৬৬ স্ট্রাইক রেট ও ৫৫.২১ গড়ে রান করেছেন। সাতটি শতরানও রয়েছে তাঁর। তবে ২০২০ সালের জানুয়ারি মাসের পর থেকে তিনি আর চারে ব্যাট করেননি। বিশ্বকাপের আগে কোহলির ব্যাটিং পজিশনে আদৌ বদল ঘটতে চলেছে কি না, এশিয়া কাপে কিন্তু তাঁর পূর্বাভাস মিলতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বাতিল তিলক, বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ভারতীয় দল বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়