ODI World Cup 2023: বাতিল তিলক, বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ভারতীয় দল বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
CWC 2023: ৫ সেপ্টেম্বরের মধ্যেই আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের জন্য প্রাথমিক দলের ঘোষণা করতে হবে।

নয়াদিল্লি: চলতি সপ্তাহের শুরুতেই ভারতের (Indian Cricket Team) এশিয়া কাপের দল ঘোষণা হয়েছে। ৫০ ওভারের বিশ্বকাপ (CWC 2023) শুরু হতে আর দেড় মাসও বাকি। সেই বিশ্বকাপের জন্য প্রাথমিক দলের ঘোষণাও দলও ৫ সেপ্টেম্বরের মধ্যেই ঘোষণা করতে হবে। যদিও ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সেই দলে রদবদল করা যেতে পারে। ভারতীয় দলের বিশ্বকাপে কারা থাকবে, সেই নিয়ে ইতিমধ্যেই জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। সেই দলে কারা থাকতে পারেন, সেই বিষয়ে নিজের মতামত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
এশিয়া কাপের জন্য ১৭ জনের দলের ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা। বিশ্বকাপের জন্য অবশ্য ১৫ জনেরই দল ঘোষণা করতে হবে। ভারতীয় অধিনায়ক ও নির্বাচকপ্রধান অজিত আগরকর এখনই কারুর জন্য বিশ্বকাপের দরজা বন্ধ নয় বলে দাবি করলেও, তাঁরা এও জানিয়ে দেন যে মোটামুটি এশিয়া কাপে সুযোগ পাওয়া খেলোয়াড়রাই বিশ্বকাপে টিম ইন্ডিয়া স্কোয়াডে খাকতে চলেছেন। যদিও সম্পূর্ণ ফিট না হওয়া সত্ত্বেও কেএল রাহুলকে দলে রাখায় অনেকেই সমালোচনা করেছেন। তাও সৌরভ কিন্তু রাহুলকে রেখেই তাঁর বিশ্বকাপের ১৫ জনের দল বেছে নিয়েছেন।
সৌরভের দলে কিপার-ব্যাটার হিসাবে সুযোগ পেয়েছেন রাহুল ও ঈশান কিষাণ। তিনি এশিয়া কাপে প্রথমবার ভারতীয় ওয়ান ডে দলে সুযোগ পাওয়া তিলক ভার্মাকে কিন্তু নিজের দলে রাখেননি। বাদ পড়েছেন যুজবেন্দ্র চাহালও। তবে কোনও মিডল ব্যাটার ও স্পিন বোলার চোটের কবলে পড়লে তখন এই দুই তারকাকে সুযোগ দেওয়ার জন্য তৈরি তিনি। প্রাক্তন বোর্ড সভাপতি তথা ভারতীয় অধিনায়ক বলেন, 'যদি কোনও মিডল অর্ডার ব্যাটার চোট পান, তখন তিলক ভার্মা (সুযোগ পাওয়া উচিত)। যদি কোনও ফাস্ট বোলার চোট পান, সেক্ষেত্রে প্রসিদ্ধ কৃষ্ণ এবং স্পিনার চোট পেলে যুজবেন্দ্র চাহালকে সুযোগ দেওয়া উচিত। নির্বাচকরা কী ভাবছেন জানি না, তবে আমি সবসময় চাহালকে দলে নিতে চাইব। সবসময় একজন রিস্ট স্পিনারের দলে থাকার প্রয়োজন।'
সৌরভের মতে তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণই হল সাফল্য়ের চাবিকাঠি। তিনি বলেন, 'দলে তরুণদের প্রয়োজন। একটা ভাল দলের বিশেষত্বই হল দলে তারুণ্য ও অভিজ্ঞতার সঠিক মিশ্রণ। তারুণ্যের উচ্ছ্বাস, নির্ভীক মনোভাবের পাশাপাশি রোহিত, বিরাট, রাহুল জাডেজা, পাণ্ড্যদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দরকার। দলে নির্ভীক হয়ে খেলতে পারবে এমন খেলোয়াড়ে প্রয়োজন খুব।'
সৌরভের নির্বাচিত ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিরাট নয়, ভারতের সবথেকে ফিট খেলোয়াড় তরুণ তুর্কি!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
