IND W vs BAN W: রেণুকা-রাধার বোলিং আগুনে ছারখার বাংলাদেশ, ফাইনালে উঠতে মাত্র ৮১ রান তুলতে হবে ভারতকে
India vs Bangladesh Asia Cup semifinal: বাংলাদেশের (IND W vs BAN W) বিরুদ্ধেও দাপট ভারতের। ভারতীয় বোলারদের আগ্রাসী পারফরম্যান্সের সামনে মাত্র ৮০/৮ স্কোরে আটকে গেল বাংলাদেশ।
ডাম্বুলা: পাকিস্তানকে হারানোর পর থেকে গ্রুপ পর্বে বাকি যে দুই ম্যাচে জিতেছে ভারত, তার একটায় প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরশাহি। অন্যটায় নেপাল।
এশিয়া কাপের (Womens Asia Cup) সেমিফাইনালে যখন ভারত বনাম বাংলাদেশ দ্বৈরথ চূড়ান্ত হয়, তখন থেকেই বলাবলি হচ্ছিল, শেষ চারের লড়াইয়ে কি আগের দুই ম্যাচের মতো কেকওয়াক হবে হরমনপ্রীত কৌরদের কাছে?
কিন্তু বাংলাদেশের (IND W vs BAN W) বিরুদ্ধেও দাপট ভারতের। ভারতীয় বোলারদের আগ্রাসী পারফরম্যান্সের সামনে মাত্র ৮০/৮ স্কোরে আটকে গেল বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে মাত্র ৮১ রান করতে হবে ভারতকে। শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত, রিচা ঘোষ, জেমাইমা রড্রিগেজ সমৃদ্ধ ব্যাটিং লাইন আপের কাছে যা বড় একটা সমস্যা হওয়ার কথা নয়।
টস জিতে ডাম্বুলার রণগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের সেমিফাইনালে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। টি-২০ ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতে এমনিতেই পাল্লা ভারি ভারতের। শুক্রবারের আগে পর্যন্ত ২২ বার টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে ১৯টিতেই জিতেছে ভারত। ৩টি ম্যাচে জিতেছে বাংলাদেশ। সব কিছু ঠিকঠাক চললে ভারতের ২০তম জয়ও স্রেফ সময়ের অপেক্ষা হতে পারে। যদি না ম্যাচে অলৌকিক কিছু ঘটে।
An excellent bowling performance from #TeamIndia has restricted Bangladesh to 80/8 👌👌
— BCCI Women (@BCCIWomen) July 26, 2024
3⃣ wickets each for Renuka Singh & Radha Yadav
1⃣ wicket each for Pooja Vastrakar & Deepti Sharma
Scorecard ▶️ https://t.co/JwoMEaSoyn#INDvBAN | #WomensAsiaCup2024 | #ACC pic.twitter.com/VDiEqqEoRv
ভারতীয় বোলারদের মধ্যে দাপট দেখালেন রেণুকা সিংহ ও রাধা যাদব। দুজনই তিনটি করে উইকেট পেয়েছেন। যার মধ্যে রেণুকা ৪ ওভারে একটি মেডেন-সহ মাত্র ১০ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন। বাংলাদেশ ইনিংসের শেষে রেণুকা বলেছেন, 'কোনও চাপ ছিল না। আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমি শুরু থেকেই ছন্দে ছিলাম। পরিবেশ ও পরিস্থিতিও আমাদের অনুকূল ছিল। আমি স্পষ্ট লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম। কারণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা পরিবেশ অনুযায়ী ম্যাচের আগের দিন প্রস্তুতি নিয়েছিলাম। পরিকল্পনাগুলো মাঠে নেমে কাজে লাগিয়েছি।'
আরও পড়ুন: দুরন্ত ছন্দে ধীরাজ, মহিলাদের পর অলিম্পিক্স তিরন্দাজির কোয়ার্টারে ভারতের পুরুষ দলও
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।