Indian Cricket Team: বুমরা নন, তরুণ ভারতীয় ওপেনারকেই ভবিষ্যতের ভারত অধিনায়ক হিসেবে দেখতে চান গম্ভীর
Gambhir On Indian Captain: চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন মাঠ থেকে। কিছুদিন আগেই এই ইস্যু নিয়ে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও রোহিত শর্মা্র সঙ্গে বৈঠকও করেছিলেন কোচ গৌতম গম্ভীর।

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিয়েছেন তিনি হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই থাকবেন অধিনায়ক হিসেবে। কিন্তু এরপর? বোর্ডের একাংশ চাইছে জসপ্রীত বুমরাকে অধিনায়ক হিসেবে দেখতে। আবার অনেকেই মনে করছেন বারবার চোট আঘাত বুমরার অধিনায়ক হওয়ার পথে কিছুটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজেও শেষ ম্য়াচে চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন মাঠ থেকে। কিছুদিন আগেই এই ইস্যু নিয়ে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও রোহিত শর্মা্র সঙ্গে বৈঠকও করেছিলেন কোচ গৌতম গম্ভীর। সেখানেই নাকি গম্ভীর ইচ্ছে প্রকাশ করেছিলেন যে যশস্বী জয়সওয়ালকে তিনি ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখতে চান।
দৈনিক জাগরণে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, গম্ভীর নাকি জয়সওয়ালের ধারাবাহিক ফর্ম দেখে বেশ খুশি। বর্ডার গাওস্কর ট্রফিতেও চাপের মুখে ভাল ব্যাটিং করেছিলেন তরুণ বাঁহাতি ওপেনার। চোটর আঘাত প্রবণতাও অনেক কম। তাই জয়সওয়ালকে অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন ভারতীয় দলের হেডকোচ। রোহিত শর্মা পরবর্তী সময়ে আরও একটি নাম উঠে এসেছে ভারতীয় ক্রিকেট সার্কিটে। তিনি হলেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্ট বিশ্বকাপের পর সূর্যকুমার ভারতীয় ক্রিকেট দলের সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে এই মুহূর্তে পাকাপাকি অধিনায়ক। তবে ওয়ান ডে ফর্ম্য়াটে এখনও নিজের জায়গা সেভাব পাকা করতে পারেননি সূর্য। এই পরিস্থিতিতে জয়সওয়ালকেই দেখতে চাইছেন গম্ভীর অধিনায়ক হিসেবে।
বর্ডার-গাওস্কর ট্রফির শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীরের মধ্যে বিবাদ, এমনকী কোচ ও প্রধান নির্বাচক অজিত আগরকরের মধ্যেকার সম্পর্কের অবনতি নিয়েও না না রিপোর্ট সামনে আসে। তবে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্ল এই সমস্ত রিপোর্টকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি এই সব খবরের সবটাই গুজব। দলের অন্দরমহলের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে রাজীব শুক্ল বলেন, 'প্রধান নির্বাচক এবং কোচের মধ্যে কোনওরকম ঝামেলা নেই। অধিনায়ক ও কোচের মধ্যেও কোনওরকম দ্বন্দ্ব নেই। কিছু কিছু মিডিয়ায় এই যে খবর রটানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।'
বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটাররা অজ়িভূমে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হন। তারপরেই দাবি করা হচ্ছিল যে কোচ গম্ভীর নাকি সিনিয়রদের জানিয়ে দিয়েছিলেন পারফর্ম না করলে দল থেকে বাদ পড়তে হবে। কিন্তু এই সবটা ভুয়ো বলেই দাবি রাজীব শুক্ল। তবে হ্যাঁ, সম্প্রতি দলের খারাপ পারফরম্যান্স নিয়ে আলোচনা এবং আগামীর গতিবিধি নির্ধারিত করার জন্য বোর্ডের একটি বৈঠক আয়োজিত হয়েছিল বলে মেনে নেন রাজীব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
