কেন পিছিয়ে পড়লেন? ঈশান বলেছেন, 'আমি একটা বিরতি নিয়েছিলাম যা খুব স্বাভাবিক। একটা নিয়ম আছে যে জাতীয় দলে ফিরতে চাইলে ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করতে হবে। তবে আমার কাছে ঘরোয়া ক্রিকেট খেলাটা খুব কঠিন ছিল কারণ সেটা অর্থহীন হতো। আমি খেলার মতো অবস্থায় ছিলাম না আর সেই কারণেই সরে দাঁড়িয়েছিলাম। খেলতে হলে তো আন্তর্জাতিক ক্রিকেটই খেলতাম।' সামলেই শ্রীলঙ্কা সিরিজ। সেখানে তিনটি করে টি-২০ ও ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে ভারত। সেই দলে সুযোগ পেতে পারেন ঈশান। তবে এখনই এই বিষয় নিশ্চয়তা দেওয়া যাবে না। গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে ঈশান ফিরতে পারেন কি না জাতীয় দলে, তা দেখার।
Ishan Kishan Birthday: বোর্ডের রোষের মুখে পড়েছিলেন, জন্মদিনে ঈশ্বর দর্শনে কি ভাগ্য বদলাবে ঈশানের?
Ishan Kishan: গত ৬-৮ মাস খুব একটা ভাল কাটেনি ঈশানের। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন টেস্টে। কিন্তু ব্যক্তিগত কারণের জন্য সরে দাঁড়ান।
নয়াদিল্লি: বোর্ডের রোষের মুখে পড়েছিলেন। বার্ষিক চুক্তি থেকেও বাদ দেওয়া হয়েছে তাঁকে। আইপিএল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেওয়া ও ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ভারতীয় দল থেকেও বাদ পড়েছেন। তবে ফের ক্রিকেটের মূলস্তরে ফেরার ও জাতীয় দলে ফেরার লড়াই করছেন তিনি। আজ ঈশান কিষাণের জন্মদিন। নিজের ২৬ তম জন্মদিনে এবার ঈশ্বর দর্শন করতে দেখা গেল রাঁচির এই তরুণ উইকেট কিপার ব্যাটারকে। শিরিডির শ্রী সমাধি মন্দিরে পুজো দিতে দেখা গেল ঈশানকে। সেই ছবি নিজের সোশ্য়াল মিডিয়াতেও পোস্ট করেছেন তরুণ ভারতীয় ক্রিকেটার।
View this post on Instagram
গত ৬-৮ মাস খুব একটা ভাল কাটেনি ঈশানের। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন টেস্টে। কিন্তু ব্যক্তিগত কারণের জন্য সরে দাঁড়ান। পরে এমনও খবর ভেসে আসে যে আইপিএলের প্রস্তুতি সারছেন ঈশান। আবার রঞ্জি ট্রফি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। বোর্ডের চুক্তি থেকেই বাদ দেওয়া হয় তাঁকে ও শ্রেয়স আইয়ারকে।
যদিও পরে আইপিএলে খেলেছিলেন ঈশান। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা গিয়েছিল ঈশানকে। কিন্তু টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে উইকেটকিপার হিসাবে খেলছেন ধ্রুব জুরেল। জায়গা হয়নি ঈশানের। যা দেখে হতবাক অনেকে।