New Zealand New Bowling Coach: সাউদি, ফার্গুসনদের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন কিউয়ি অলরাউন্ডার
Jacob Oram: গত বছরের শেষের দিকে নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন শেন জার্গেনসেন। এরপর থেকে সেই স্থানটি শূন্যই ছিল।
নেপিয়ার: নিউজিল্যান্ড ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন জেকব ওরাম। বৃহস্পতিবারই কিউয়ি ক্রিকেট বোর্ডের তরফে ওরামের নাম ঘোষণা করা হয়েছে। আগামী অক্টোবরে ভারতের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে নিউজিল্য়ান্ড শিবির। তার আগেই ওরাম জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিয়ে নেবেন। উল্লেখ্য, এর আগে গত বছর বাংলাদেশ সফরেও ওরাম দায়িত্ব নিয়েছিলেন। যদিও এবার পূর্ণ সময়ের বোলিং কোচ হিসেবে এই প্রাক্তন কিউয়ি তারকা যুক্ত হলেন নিউজিল্য়ান্ড শিবিরের সঙ্গে।
উল্লেখ্য, গত বছরের শেষের দিকে নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন শেন জার্গেনসেন। এরপর থেকে সেই স্থানটি শূন্যই ছিল। কিন্তু অবশেষে কিংবদন্তি কিউয়ি অলরাউন্ডারকেই এই দায়িত্ব দেওয়া হচ্ছে। স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ওরাম। দীর্ঘকায় এই কিউয়ি মূলত বোলার অলরাউন্ডার। ২০০১ সালে ওয়ান ডে ফর্ম্যাটের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জেকব ওরামের। মোট ১৬০টি ম্য়াচে ১৭৩ উইকেট নিয়েছেন ও ২৪৩৪ রান করেছেন। টেস্ট ক্রিকেটে ২০০২ সালে অভিষেক হয় ওরামের। ৩৩ ম্য়াচে ৬০ উইকেট ও ১৭৮০ রান করেছেন কিউয়ি প্রাক্তন তারকা। টি-টোয়েন্টি ফর্ম্যাটেও ৩৬ ম্য়াচে ১৯ উইকেট নিয়েছেন। ঝুলিতে পুরেছেন ৪৭৪ রান।
View this post on Instagram
কিউয়ি ক্রিকেট বোর্ডে দেওয়া এক বিবৃতিতে জ্যাকব ওরাম নতুন দায়িত্ব পাওয়ার পর বলেছেন, ''আমি আবার নিউজিল্যান্ড দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে সত্যিই উচ্ছ্বসিত। এমনভাবে কিউয়ি দলের সঙ্গে যুক্ত হতে পারাটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি সত্যিই সম্মানের বিষয় আমার কাছে। কোচিং স্টাফ হিসেবে কাজ করার সুযোগ আগেও পেয়েছি। নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।''
২০০৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ওরাম। ২০১১ বিশ্বকাপেও খেলেছেন। আর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ওরামের শেষ ম্য়াচ ছিল ২০১২ সালে। আইপিএলে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের দলে ছিলেন এই তারকা অলরাউন্ডার। যদিও বেশি ম্য়াচ খেলতে পারেননি। এবার কোচ হয়ে আসার পর কিউয়ি দলকে সাফল্য এনে দিতে পারেন কি না ওরাম, তা দেখার।