IND vs SA Final: পরাজিত দক্ষিণ আফ্রিকার জন্যও হাততালি, জয়োধ্বনি, মন জিতে নিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা
T20 World Cup 2024: প্রোটিয়া ক্রিকেটারদের লড়াই দেখে মুগ্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের জন্য ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও দিলেন জয়োধ্বনি।
বার্বাডোজ: বিশ্বক্রিকেটে তাদের পরিচিতি চোকার্স নামে। বারবার বড় ম্যাচে হেরে যাওয়ার নজির রয়েছে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালেও যার অন্যথা হয়নি। ৩০ বলে ম্যাচ জিততে চাই ৩০ রান, ক্রিজে দুই প্রতিষ্ঠিত ব্যাটার, সেখান থেকেও ফাইনাল হেরে বসেছে দক্ষিণ আফ্রিকা। ৭ রানে ভারতের কাছে পরাস্ত হয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ থেকে বঞ্চিত হয়েছেন এইডেন মারক্রাম, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেনরা।
তবু প্রোটিয়া ক্রিকেটারদের লড়াই দেখে মুগ্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের জন্য ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও দিলেন জয়োধ্বনি। সঙ্গে সকলে মিলে দাঁড়িয়ে করতালি। আর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের এই মানসিকতা গোটা ক্রিকেটবিশ্বের মন জিতে নিয়েছে।
শনিবার ভারতীয় সময় রাত সাড়ে এগারোটা নাগাদ টি-২০ বিশ্বকাপের ফাইনাল শেষ হয়। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের কাছে মাত্র ৭ রানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। ১৭ বছর পর ফের টি-২০ ফর্ম্যাটে বিশ্বজয়ের স্বাদ পায় ভারতীয় দল। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত। তারপর ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত।
তবে শনিবার ফাইনালের পরেও দুই দলের ক্রিকেটারেরাই পরের দিন দেশে ফিরতে পারেননি। কারণ, হারিকেন। বেরিল নামক ঝড় ধেয়ে আসছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে। সেই কারণে বেশিরভাগ উড়ান বাতিল করা হচ্ছে। বার্বাডোজ়েই আটকে পড়েছেন ভারতীয় ক্রিকেটারেরা।
আর এর মাঝেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা টিম বাসে উঠছেন। সঙ্গে তাঁদের স্ত্রী, সন্তানেরা। ব্যারিকেড করে গোটা জায়গাটা ঘিরে রাখা হয়েছে। আর ব্যারিকেডের ওপারে? থিক থিক করছে মানুষের ভিড়। সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে, তাঁদের পরনে ভারতের নীল জার্সি। হাতে ভারতের জাতীয় পতাকা। প্রত্যেকেই ভারতীয় সমর্থক।
"WE LOVE YOU SOUTH AFRICA"
— Times of Karachi (@TOKCityOfLights) June 29, 2024
Indian fans also cheering for disheartened South African team, leaving stadium after losing final against India 🇿🇦🇮🇳#INDvSA #T20WCWithTOK #ShellVPower #T20WorldCupFinal pic.twitter.com/fjUfuPiGpY
তবে পরাজিত দলের উদ্দেশে কোনও কটূক্তি বা বক্রোক্তি নয়, বরং এইডেন মারক্রাম, কুইন্টন ডি'কক, অনরিক নখিয়াদের প্রশংসায় ভরালেন সকলে। বলা হল, 'উই লাভ ইউ কুইনি (কুইন্টন ডি'ককের ডাকনাম)। ওয়েল প্লেড।' তারপরই স্লোগান উঠল, 'দুর্দান্ত খেলেছেন ডেভিড, আপনাকে আমরা ভালবাসি।' ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ বললেন, 'মন খারাপ করবেন না। দারুণ ক্রিকেট খেলেছেন আপনারা। আমরা দক্ষিণ আফ্রিকাকে ভালবাসি।'
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের এই স্পোর্টিং স্পিরিট মন জিতে নিয়েছে ক্রিকেটবিশ্বের।
আরও পড়ুন: ফের ভারতের কাছে মাথা নোয়াতে হল দক্ষিণ আফ্রিকাকে, ১০ উইকেটের বিরাট ব্যবধানে হার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।